ফের ব্যাটিংটাই হারাল বেঙ্গালুরুকে
২৫ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নাগালের মধ্যেই আটকে রেখ শুরুটা দারুণ হয়েছিল চেন্নাই সুপার কিংসের। ওপেনিং জুটিতে ৭১ রান তোলেন দুই ওপেনার ফাফ ডু প্লেসি ও ঋতুরাজ গাইকোয়াদ। পরে আম্বাতি রাইডু ও সুরেশ রায়নারা দাঁড়িয়ে গেলে জয় নিয়ে ভাবতে হয়নি চেন্নাইকে। বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
আইপিএলের শুরু থেকেই ব্যাটিং নির্ভর দল বানিয়ে আসছে বেঙ্গালুরু। টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্ব বিখ্যাত ব্যাটারদের দলে ভেড়ানোর ঝোক বরাবরই দেখা গেছে ফ্র্যাঞ্চাইজিটির মধ্যে। এবারের আইপিএলেও বেঙ্গালুরুর ব্যাটিংয়ে একঝাঁক তারকা। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আছেন এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, হাসারাঙ্গা ডি সিলভার মতো একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করতে পারা ক্রিকেটাররা। কিন্তু এতো তারকা নিয়ে অতীতের মতো এবারও সেই ব্যাটিং ইউনিটটাতেই বাররবার মার খাচ্ছে দলটি।
স্থগিত আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৯২ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটে ম্যাচ হেরেছে বেঙ্গালুরু। আজও ডুবাল ব্যাটিংটাই। প্রথমে ব্যাটিং করতে নেমে ১৩ ওভারে ১১০ রান তোলে বিরাট কোহলি ও দেভদূত পাডিক্কালদের ওপেনিং জুটি। তারপর ব্যাটিং লাইনআপে ডি ভিলিয়ার্স, ম্যাক্সওয়েল, হাসারাঙ্গার মতো ক্রিকেটার ছিলেন বলে সংগ্রহটা দুইশ’র কাছাকাছি চিন্তা করছিলেন হয়তো কেউ কেউ। কিন্তু বেঙ্গালুরু শেষ পর্যন্ত গিয়ে থামল কিনা ১৫৬ রানে!
ওপেনিং জুটি ভাঙার পর কেন জানি দাঁড়াতেই পারল না তারকাখচিত দলটি। ৫০ বলে ৫টি চার ৩টি ছয়ে ৭০ রান করেছেন পাডিক্কাল। কোহলি ৪১ বলে ৬টি চার ১টি ছয়ে করেছেন ৫৩ রান। চেন্নাইয়ের হয়ে ডোয়াইন ব্রাভো ২৪ রানে নিয়েছেন তিন উইকেট।
পরে জবাব দিতে নেমে ডু প্লেসি ও ঋতুরাজ প্রথম উইকেটে ৭১ রান তুলে ফেললে বাকি কাজটা সহজেই সেরেছেন আম্বাতি রাইডু, সুরেশ রায়নারা। ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৫৭ রান তোলে চেন্নাই। ২৬ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন ঋতরাজ। ২৬ বলে ৩১ করেছেন ডু প্লেসি। রাইডু ২২ বলে ৩২ ও রায়না ১০ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন।