Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে শ্রীলংকা যাবে অনূর্ধ্ব-১৯ দল


২৬ সেপ্টেম্বর ২০২১ ২০:১৬

ইচ্ছে থাকলেও করোনাভাইরাসের কারণে অনেকদিন নিয়মিত ক্রিকেটের মধ্যে থাকা হচ্ছিল না অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। তবে এই মুহূর্তে দম ফেরানোর ফুসরত নেই যুব ক্রিকেটারদের। ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ শেষ হতেই আরেকটা সিরিজের প্রস্তুতি নিতে হচ্ছে যুবাদের। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রোববার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে যুবাদের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)। সূচি মতে, ৭ অক্টোবর শ্রীলংকা পৌঁছাবেন বাংলাদেশি যুবারা। করোনাকালীন ক্রিকেটে করোনা ভাইরাসের যাবতীয় স্বাস্থ্য প্রটোকল মেনেই চলবে সিরিজ।

বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৫ অক্টোবর। সিরিজের বাকি ম্যাচগুলো যথাক্রমে-১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর। কোনো ভেন্যুতে খেলা হবে সেটা অবশ্য এখনো জানায়নি লঙ্কান বোর্ড।

এদিকে, গতকাল শেষ হয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সিরিজ। সিরিজে স্বাগতিকদের অম্ল মধুর অভিজ্ঞতা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছেন টাইগার যুবারা। তবে তারপর একমাত্র চার দিনের ম্যাচে হেরে বসেছে বাংলাদেশ। অর্থাৎ ওয়ানডে ও টেস্ট মিলিয়ে আফগানদের বিপক্ষে টানা তিন ম্যাচ জিতে টানা তিন ম্যাচ হেরেছেন আইচ মোল্লাহরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর