মোস্তাফিজদের আরেকটি হার
২৮ সেপ্টেম্বর ২০২১ ০০:৫৭
শুরুতে ঝড় তুলেছিলেন জেসন রয়। পরে কার্যকারী এক ফিফটি তুলে নিলেন কেন উইলিয়ামসন। এই দুজনের ব্যাটে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জয় পায়নি রাজস্থান রয়্যালস। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে আজ ৭ উইকেটে হেরেছে রাজস্থান।
রাজস্থানের হয়ে পাওয়ার প্লে-তে এক ওভার বোলিং করে ৯ রান খরচ করা মোস্তাফিজুর রহমান দ্বিতীয় স্পেলের প্রথম ওভারটা করলেন দুর্দান্ত। মাত্র ৫ রান খরচ করে ফেরান প্রিয়াম জর্জকে। ইনিংসের ১৭তম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসেও বেশ ভালো বোলিং করেছেন বাংলাদেশি পেসার। ওই ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।
তবে এরপরের ওভারে ১৬ রান খরচ করে দোদুল্যমান ম্যাচের লাগাম হায়দ্রাবাদের হাতে তুলে দেন চেতন সাকারিয়া। এরপর তেমন কিছু করার ছিল না। শেষ ১২ ওভারে ৬ রান লাগত হায়দ্রাবাদের। মোস্তাফিজুর রহমান আক্রমণে এলে তিন বলেই ৮ রান তুলে ম্যাচ শেষ করে দেন উইলিয়ামসন।
তিনে নেমে ৪১ বল খেলে ৫টি চার ১টি ছয়ে শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। জেসন রয় ৪২ বলে ৮ চার ১ ছয়ে ৬০ রান করেন। ১৮.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৭ রান তোলে হায়দ্রাবাদ।
এর আগে সাঞ্জু স্যামসনের দারুণ এক ইনিংসে ১৬৪ রানের চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে রাজস্থান। এভিন লুইস শুরুতেই ফিরে গেলে তিনে নেমে ৫৭ বল খেলে ৭টি চার ৩টি ছয়ে ৮২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেন রাজস্থান অধিনায়ক। তরুণ ওপেনার ইয়াসভি জাইসওয়াল ২৩ বলে করেন ৩৬ রান। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে রাজস্থান।
দশ ম্যাচে এ নিয়ে ষষ্ঠ হারের সাক্ষী হলো রাজস্থান। পয়েন্ট টেবিলে মোস্তাফিজদের দল ছয় নম্বরে। অন্য দিকে দশ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া হায়দ্রাবাদ আছে টেবিলের তলানিতেই।