Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দা উঠছে কমনওয়েলথ গেমসের


৪ এপ্রিল ২০১৮ ১৫:৪৭ | আপডেট: ৪ এপ্রিল ২০১৮ ১৬:২২

।। সারাবাংলা ডেস্ক ।।

৭১টি দেশের ৪ হাজার ৫০০’র বেশি অ্যাথলেট নিয়ে বুধবার (৪ এপ্রিল) শুরু হচ্ছে কমনওয়েলথ গেমসের এবারের আসর। বাংলাদেশসহ কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর ক্রীড়াবিদরা এবারের আসরে ২৭৫টি স্বর্ণ পদক জয়ের জন্য লড়বে।

বুধবার (৪ এপ্রিল) অস্ট্রেলিয়ার পর্যটন নগরী গোল্ডকোস্টে পর্দা উঠছে ২১ তম কমনওয়েলথ গেমসের। ১২ দিনের এই মহাযজ্ঞে সারাবিশ্বের প্রায় ২.৪ বিলিয়ন (প্রায় ২৫০ কোটি) লোক চোখ রাখবে বলে মনে করা হচ্ছে।

আসরের মুল আয়োজক অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট। তবে ব্রিসবেন, কেয়ার্নস ও টাউন্সভিলেতেও বেশ কয়েকটি ডিসিপ্লিন অনুষ্ঠিত হবে। আসর চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

প্রথমবারের মতো কোনো মাল্টি-স্পোর্টস ইভেন্টে এবারই প্রথম লিঙ্গ সমতা আনা হয়েছে। নারী ও পুরুষ অ্যাথলেটসরা লড়বে সমান সংখ্যক পদকের জন্য। গোল্ডকোস্টের এবারের কমনওয়েলথ গেমসে শারীরিক প্রতিবন্ধীদের প্রতিযোগিতাও অন্তর্ভূক্ত করা হয়েছে।

১৯৩৮ সালে শুরু হওয়া এই মেগা ইভেন্টের সবচেয়ে বেশি পাঁচবার আয়োজন করছে অস্ট্রেলিয়া। আসরের প্রতিযোগিতাগুলো সরাসরি সম্প্রচার করবে বিবিসি, বিবিসি ২, দ্যা রেড বাটন এবং আইপ্লেয়ার।

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর