Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ইনজামাম, শচীন-আকরামের প্রার্থনা


২৮ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩৩

হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি আছেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের সুস্থ্যতা কামনায় প্রার্থনা চলছে সর্বত্র।

তিন দিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন ইনজামাম। প্রাথমিক পরীক্ষায় তেমন কিছু ধরা পড়েনি। কিন্তু তাতে অস্বস্তি না কমায় সোমবার আবারও পরীক্ষা করান হয় ৫১ বছর বয়সী তারকার। তাতেই ধরা পড়ে, আগেই হার্ট অ্যাটাক করেছেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় ব্যবস্থা। জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করানোর পর অবস্থা স্থিতিশীল হলেও লাহোরের একটি হাসপাতালে চিসিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

বিজ্ঞাপন

ইনজির সুস্থ্যতায় প্রার্থনা করছেন অনেকে। ভারতের সাবেক ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার টুইটারে লিখেছেন, ‘ইনজামাম, তোমার দ্রুত সুস্থ কামনা করি। তুমি সবসময় শান্ত থাকলেও ছিলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং মাঠে ছিলে একজন যোদ্ধা। এই পরিস্থিতি থেকে আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসো, এই প্রার্থনা করি। শিগগিরই ভালো হয়ে যাও।’

ইনজামামের দীর্ঘদিনের সতীর্থ ও সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘প্রিয় ইঞ্জি, তোমার একটি সুন্দর হৃদয় রয়েছে। দেখে মনে হচ্ছে এতে শয়তানের নজর পড়েছে। এমন বড় একটি হৃদয়ের মানুষ এত ব্যথা পাচ্ছে ভেবে দুশ্চিন্তায় ছিলাম আমি। দোয়া করছি দ্রুত সুস্থ হও, যেন তোমার মিষ্টি হৃদয় সবাইকে খুশি করতে পারে। আমার প্রিয়তম বন্ধু, যত্ন নাও। শিগগিরই দেখা হবে।’

পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী লিখেছেন, ‘আমি আমার শৈশবের নায়ক ইনজামাম ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করি। অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা আপনার জন্য।’

বিজ্ঞাপন

পাকিস্তানের সর্বকালের সেরা রান সংগ্রাহক ইনজামাম। তিন ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক রান ২০ হাজার ৫৫১। পাকিস্তানের হয়ে ১৮ হাজার রানও নেই অন্যকারও। পেস বোলারদের বিপক্ষে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয় তাকে। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর আফগানিস্তান জাতীয় দলের হেড কোচ এবং পাকিস্তানের প্রধান নির্বাচক ও ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন বহুদিন। সম্প্রতি ইউটিউবে বেশ সরব দেখা যাচ্ছিল তাকে।

ইনজামাম-উল-হক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর