Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মিথ-অ্যান্ডারসনের সঙ্গে শীর্ষে সাকিব


১৩ ডিসেম্বর ২০১৭ ১৮:০১

সারাবাংলা ডেস্ক

টেস্টের অফিসিয়ালি র‌্যাংকিং ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে শীর্ষে রয়েছেন অস্টেলিয়ার দলপতি স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন আর বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে স্মিথ এক নম্বরে থাকলেও দুইয়ে ভারতের দলপতি বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টানা সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি হাঁকানো কোহলির রেটিং পয়েন্ট ৮৯৩। শীর্ষে থাকা স্মিথের রেটিং পয়েন্ট ৯৩৮। ব্যাটসম্যানদের তালিকায় তিন নম্বরে ইংল্যান্ডের দলপতি জো রুট। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে ভারতের চেতশ্বর পুজারা এবং নিউজিল্যান্ডের দলপতি কেন উইলিয়ামসন।

বোলার ক্যাটগরিতে এক নম্বরে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ৮৯৪ রেটিং নিয়ে শীর্ষে এই পেসার। দক্ষিণ আফ্রিকার পেসার কেগিসো রাবাদা ৮৭৬ রেটিং নিয়ে দুইয়ে। ৮৭০ রেটিং অর্জন করা ভারতের স্পিনার বরীন্দ্র জাদেজা তিন নম্বরে। চার নম্বরে রয়েছেন আরেক ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন এবং পাঁচ নম্বরে লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।

এদিকে, অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে বাংলাদেশের সাকিব। ৪৩৮ রেটিং প্রাপ্ত সাকিবের পরে ৪১৫ রেটিং নিয়ে দুইয়ে জাদেজা। ৩৮০ রেটিং নিয়ে তিনে ইংল্যান্ডের বেন স্টোকস। আর ৩৬৯ রেটিং প্রাপ্ত অশ্বিন রয়েছেন চার নম্বরে। পাঁচ নম্বরে থাকা ইংল্যান্ডের মঈন আলির রেটিং ৩৫২।

সারাবাংলা/এমআরপি/১৩ ডিসেম্বর ২০১৭

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর