Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তার বজ্র আঁটুনি অস্ট্রেলিয়ায়


৪ এপ্রিল ২০১৮ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক ।।

বল টেম্পারিং কাণ্ডে অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গন টালমাটাল থাকলেও কমনওয়েলথ গেমসে তার কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে আয়োজক কমিটি। স্টেডিয়ামে অ্যাথলেটদের ক্রীড়া নৈপুণ্যের ঝলক দেখা যাবে স্বাভাবিকভাবেই। আর পুরো অস্ট্রেলিয়াকে নিরাপত্তার বলয়ে ঘীরে রাখবে আইনশৃঙ্খলা বাহিনী।

আয়োজক কমিটি থেকে নিশ্চিত করা হয়, সর্বাধুনিক অস্ত্রে স্বজ্জিত হয়ে বিভিন্ন বাহিনী টহল দেবে পুরো অস্ট্রেলিয়া জুড়ে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, সিডনি, ব্রিসবেন, মেলবোর্ন সহ অন্যান্য শহরগুলোতে চলবে বিশেষ তল্লাশি। অতিরিক্ত নিরাপত্তার জন্য প্রায় ৩৭ হাজার অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে অস্ট্রেলিয়ায়।

বিজ্ঞাপন

কমনওয়েলথ গেমস চলাকালীন ফাইটার জেট ও ড্রোন গানের কড়া নিরাপত্তা থাকবে অস্ট্রেলিয়ায়। জঙ্গি হামলা ও নাশকতার কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া সরকার বস ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। তৈরি রেখেছে বিশেষ কমান্ডো বাহিনীকে।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম জানাচ্ছে, কুইন্সল্যান্ড সিটির স্টেডিয়ামের আকাশে চক্কর দেবে বিমান বাহিনীর বিশেষ ফাইটার জেট। তৈরি থাকবে প্যারাসুট বাহিনী, দমকল বাহিনী। আপৎকালীন প্রতিরক্ষা ও উদ্ধারকারী দলও প্রস্তুত থাকবে স্টেডিয়ামের বাইরে। কুইন্সল্যান্ডের কারারা স্টেডিয়ামেই উদ্বোধন হবে ২১তম কমনওয়েলথ গেমসের।

আয়োজক কমিটি থেকে জানানো হয়, এবারের কমনওয়েলথ গেমস দেখতে বিভিন্ন দেশ থেকে প্রায় ৬ লাখ ৭২ হাজার দর্শক উপস্থিত হয়েছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে। বিশেষ সতর্কতা ও সিকিউরিটি চেকিংয়ের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। তার ধারাবাহিকতায় বিমানবন্দর, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, বন্দরগুলোতেও থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর