দল জিতলেও তামিম থেমেছেন অল্পতেই
৩০ সেপ্টেম্বর ২০২১ ০৭:২৯
দারুণ দুটি শটে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন তামিম ইকবাল। তবে ইনিংস বড় করতে ব্যর্থ বাংলাদেশি তারকা। শেষ পর্যন্ত ১২ বলে ১৩ রান করে ক্যাচ দিয়েছেন। তবে তার দল জিতেছে। এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ৬ উইকেটের জয় পেয়েছে তামিমের দল ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
বুধবার (২৯ সেপ্টেম্বর) নেপালের কীর্তিপুরে জয়ের জন্য ৯৮ রানের টার্গেট পেয়েছিল ভৈরাওয়া। ওপেনিংয়ে নেমে প্রথম পাঁচ বলে মাত্র ২ রান তোলেন তামিম। ইনিংসের ষষ্ঠ ওভারে পেসার প্রাতিসকে পয়েন্ট দিয়ে সীমানা ছাড়া করেন তামিম। পরের ওভারে রামনরেশকে গ্যালারীতে আছড়ে ফেলেন। ফিরেছেন সেই রামনরেশের পরের ওভারেই। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ডিপ পয়েন্টে ক্যাচ দেন তিনি।
তাতে অবশ্য জয় পেতে কষ্ট হয়নি ভৈরাওয়ার। তিনে নেমে ৩৫ বলে ৩৪ রানের কার্যকরী এক ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান উপল থারাঙ্গা। ২৭ বল আর ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ভৈরাওয়া।
এর আগে প্রতিপক্ষকে ৯৭ রানে গুটিয়ে দিতে বড় অবদান লঙ্কান তারকা ধাম্মিকা প্রসাদ। ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার।
হাঁটুর চোটের কারণে বহুদিন মাঠের বাইরে ছিলেন তামিম। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে বিশ্বকাপের আগেই ইপিএলের মাধ্যমে ক্রিকেটে ফিরেছেন তামিম।