রোমাঞ্চ ছড়িয়ে ড্র লিভারপুল-ম্যানসিটি ম্যাচ
৪ অক্টোবর ২০২১ ০০:০০
লিভারপুল ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচটির শুরুই যেন হলো ৬০ মিনিট থেকে। প্রথমার্ধে ম্যাড়ম্যাড়ে অবস্থার পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ম্যাচের শেষ ৩০ মিনিট রোমাঞ্চ ছড়িয়ে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে লিভারপুল এবং ম্যানচেস্টার সিটি।
রোমাঞ্চ ছড়ানো ম্যাচে একবার লিভারপুল এগিয়ে যায় তো পরের মুহূর্তেই গোল করে সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৫৯তম মিনিটে সাদিও মানের গোলে লিড নেওয়ার ১০ মিনিট পরে ফিল ফোডেনের গোলে সমতায় ফেরে সিটি। এরপর ৭৬ মিনিটের মাথায় মোহাম্মদ সালাহর গোলে আবারও লিড নেয় অল রেডরা। কিন্তু এর পাঁচ মিনিট পরেই কেভিন ডি ব্রুইনের দুর্দান্ত এক গোলে আবারও সমতায় ফেরে সিটিজেনরা।
শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি শেষ হয় পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়েই। আর এতেই ইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা হয়নি লিভারপুলের। ৭ ম্যাচে ৪ জয় আর ৩ ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল। সমান ম্যাচে ৪ জয় ২ ড্র আর এক হারে ১৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চেলসি।
অল রেডদের মাঠে ম্যাচের ২১ মিনিটের মাথায় দুর্দান্ত এক দৌড়ে পাঁচ লিভারপুল রক্ষণভাগের খেলোয়াড়কে ছিটকে বল নিয়ে এগিয়ে যান বার্নার্দো সিলভা। চারটি চ্যালেঞ্জ এড়িয়ে ফোডেনের উদ্দেশ্যে দুর্দান্ত এক পাস দেন সিলভা, বল পেয়ে ফোডেন শট করলেও তার শট রুখে দেন অ্যালিসন বেকার। এরপর ৩৪তম মিনিট ফোডেনের ক্রস থেকে হেড করেন ডি ব্রুইন কিন্তু তার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধে ফিরেই দুর্দান্ত আক্রমণাত্মক খেলতে শুরু করে দুই দলই। তবে সুযোগ আগে কাজে লাগায় স্বাগতিকরা। ম্যাচের ৫৯তম মিনিটে সিটির রক্ষণ ভেদ করে ডান দিক দিয়ে ঢুকে পড়েন মোহাম্মদ সালাহ। এরপর সুযোগ বুঝে মানের উদ্দেশ্যে বল বাড়ান সালাহ। বল পেয়ে জোরালো শটে এডারসন মোরেয়াসকে পরাস্ত করে অল রেডদের লিড এনে দেন স্নেগালের তারকা ফরোয়ার্ড সাদিও মানে।
পিছিয়ে পড়ার ঠিক মিনিট দশেক পরে গ্যাব্রিয়েল জেসুসের দুর্দান্ত এক পাস পেয়ে ডান দিকের কোণা দিয়ে বল জালে জড়িয়ে সিটিকে সমতায় ফেরান ফিল ফোডেন।
৭৬তম মিনিটে আবারও লিড নেয় লিভারপুল। এবার অল রেডদের লিড এনে দেন মোহাম্মদ সালাহ। ডান দিকে কার্টিস জোন্সের কাছ থেকে বল পেয়ে সিলভা এবং ক্যান্সেলোকে কাটিয়ে দারুণ স্কিল দেখিয়ে মোহাম্মদ সালাহ ঢুকে পড়েন সিটির রক্ষণ ভেঙে। এরপর সিটির তিন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়িয়ে দলকে ২-১ গোলের লিড এনে দেন।
তবে সেই লিড বেশি সময় ধরে রাখতে দেননি কেভিন ডি ব্রুইন। ৮১ মিনিটের সময় বাঁ দিক থেকে ফোডেনের ক্রস লিভারপুলের খেলোয়াড়ের গায়ে লেগে ডি ব্রুইনের ঠিক সামনে সে পড়ে। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরালো শট নেন এই বেলজিয়ান। এরপর মাতিপের গায়ে লেগে দিক কিছুটা পাল্টে বল জালে জড়ালে ২-২ গোলের সমতায় ফেরে ম্যানচেস্টার সিটি। এরপর ম্যাচ শেষ হয় দুই দলের পয়েন্ট ভাগাভাগির মধ্য দিয়ে।
সারাবাংলা/এসএস
ইপিএল ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচ ড্র লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি