Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির পরিচালক নির্বাচিত হলেন সালাহ উদ্দিন চৌধুরী

স্পোর্টস ডেস্ক
৬ অক্টোবর ২০২১ ১৯:৫৩

ঢাকা: বেসরকারিভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ৪৯ ভোট পেয়ে প্রথমবারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপের নির্বাহী পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি-২-এ কাকরাইল বয়েজ ক্লাবের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।

বুধবার (৬ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে বিসিবির কার্যালয়ে পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বৃহস্পতিবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

তবে বেসরকারিভাবে বিজয়ীদের নাম আজই ঘোষণা করা হবে, তা জানানো হয়েছিল আগেই। সেই ফলেই সালাহ উদ্দিন চৌধুরীর প্রথমবারের মতো বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ার তথ্য জানা গেছে।

১৯৮৯ সালে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৯১ সালে ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন সালাহ উদ্দিন চৌধুরী। পরে বিবিএ ও এমবিএ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে। আইবিএ’র প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট তিনি।

সালাহ উদ্দিন চৌধুরী দেশের ক্রিকেটাঙ্গনে পরিচিত একটি নাম। সফল একজন ক্রিকেট সংগঠক তিনি। শীর্ষ পর্যায়ের ক্লাব ক্রিকেট এবং প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগের বেশ কয়েকটি ক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সালাহ উদ্দিন চৌধুরী।

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের অন্যতম সেরা ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের সহসভাপতির দায়িত্বে আছেন সালাহ উদ্দিন চৌধুরী। প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের আরেক ক্লাব রূপগঞ্জ টাইগার্সেরও সহসভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

প্রথম বিভাগ ক্রিকেট কাকরাইল বয়েজ ক্লাবের কাউন্সিলর হিসেবে পরিচিত এই ক্রিকেট সংগঠক। রয়েছেন দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাব গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির সহসভাপতির দায়িত্বে। দ্বিতীয় বিভাগের আরেক ক্লাব লালমাটিয়া ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালাহ উদ্দিন চৌধুরী। তৃতীয় বিভাগের ক্লাব প্রগতি সেবা সংঘের চেয়ারম্যানের দায়িত্বে আছেন তিনি।

বিসিবির পরিচালনা পরিষদে পরিচালক থাকবেন ২৫ জন। দুই জন আসছেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ক্যাটাগরি-১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭ জন। ফলে বাকি ১৬ পদে নির্বাচন হয়েছে। প্রতিদ্বন্দ্বী ছিলেন মোট ২৩ জন। মোট ১৭১ কাউন্সিলর থাকলেও ভোট দিতে পেরেছেন ১২৭ জন।

সারাবাংলা/এসএইচএস/আইই

বাংলাদেশ ক্রিকেট বিসিবি নির্বাচন সালাহ উদ্দিন চৌধুরী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর