Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ডিআরএস

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২১ ১৪:০৬

এর আগে আরও ছয়বার মাঠে গড়িয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে কখনোই বিশ্বকাপে ব্যবহার হয়নি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। তবে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে লাগছে আধুনিকতার ছোঁয়া। প্রথমবারের মতো ক্রিকেটের সর্বকনিষ্ঠ সংস্করণের বিশ্বকাপে দেখা যাবে ডিআরএস।

এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের আগের ছয়টি পর্বে রিভিউ নেওয়ার সুযোগ ছিল না দলগুলোর।

বিজ্ঞাপন

তবে এবার আইসিসি নিজেদের সিদ্ধান্তে এনেছে পরিবর্তন। প্রথমবারের মতো বিশ্বকাপে ডিআরএস পরিচয় করিয়ে দিতে প্রস্তুত তারা। আগামী ১৭ অক্টোবর ওমান ও সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম পর্ব। আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ইনিংসে দুইটি করে রিভিউ নিতে পারবে প্রতিটি দল।

করোনা মহামারির মধ্যে রিভিউ সিস্টেমে পরিবর্তন এনেছিল আইসিসি। এর আগে যেখানে প্রতি ইনিংসে একটি দল সর্বোচ্চ একটি রিভিউ নিতে পারতো সেখানে গত জুলাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী দুটি করে রিভিউ নিতে পারবে দলগুলো। করোনাকালে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত জটিলতায় দুই আম্পায়ারই স্বাগতিক দেশের থাকতেন। তবে বিশ্বকাপে সবগুলো ম্যাচেই থাকছেন আইসিসির প্যানেলভুক্ত নিরপেক্ষ আম্পায়ার।

এদিকে টি-টোয়েন্টির ফলাফল নির্ধারণের জন্য যেখানে দুই দলকেই ন্যূনতম ৫ ওভার করে ব্যাটিং করার আবশ্যিকতা ছিল সেটার কোনো পরিবর্তন আসছে না বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে এই নিয়ম বদলে যাচ্ছে। এই তিন ম্যাচের ফলাফল আসার ক্ষেত্রে ন্যূনতম ১০ ওভার করে খেলতে হবে দুই দলকেই। অন্যথায় ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ডিআরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর