মাঠে গড়াল টি-টোয়েন্টি বিশ্বকাপ
১৭ অক্টোবর ২০২১ ১৬:১১
ওমানি পেসার বিলাল খানের গুড লেংথের ডেলিভারিটা কেতাবি ঢংয়ে সামনে ঠেলে দিলেন টনি উরা। শুরু হয়ে গেল বিশ্বকাপ। আগ্রহ, ক্ষণ গণনা, অপেক্ষার পালা শেষে শুরু হয়ে গেল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে স্বাগতিক ওমানের প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি।
রোববার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হওয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ওমানের অধিনায়ক আসাদ ভালা। তারপর বিলাল খানের হাত থেকে বেরুল বিশ্বকাপের প্রথম ডেলিভারিটি।
বিশ্বকাপের মূল পর্বে লড়বে ১২টি দল। পয়েন্ট টেবিলের শীর্ষ আটটি দল সরাসরি মূল পর্বে খেলবে। মূল পর্বের বাকি চারটি দল চূড়ান্ত হবে আজ থেকে শুরু হওয়া প্রথম পর্ব থেকে।
বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ওমানের নিজম্ব সংস্কৃতিতে সাজানো হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান। করোনাভাইরাস সময়ের বিশ্বকাপে উদ্বোধনীতে বড় আয়োজন রাখা হয়নি। নিজম্ব সংস্কৃতির প্রদর্শনীতে অল্প সময়ের উদ্বোধনী সাজাতে চেয়েছে বিশ্বকাপের প্রথম পর্বের আয়োজক ওমান।
উল্লেখ্য, বিশ্বকাপের উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশও। বাংলাদেশ সময় রাত ৮টায় মাহমুদউল্লাহ রিয়াদের দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।
ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/