Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের প্রথম ফিফটি ভালার


১৭ অক্টোবর ২০২১ ১৭:৪৫

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামা পাপুয়া নিউ গিনির শুরুটা হয়েছিল বড্ডই বাজে। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে রানের খাতা খোলার আগেই ফিরে যান দুই ওপেনার। সেখান থেকে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন আসাদ ভালা। উইকেট ধরে রাখার পাশাপাশি দ্রুত রানও তুলেছেন পাপুয়া নিউ গিনির অধিনায়ক। যাতে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ফিফটিও পেয়ে গেছেন ভালা।

৪০ বলে ফিফটি পূর্ণ করেছেন পাপুয়া নিউ গিনি অধিনায়ক। ৪০তম বলে ছক্কা হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেছেন। ইনিংসে মোট ছক্কা মেরেছেন তিনটি, চার ৪টি। অবশ্য খুব বড় করতে পারেননি ইনিংসটা। ফিফটি পেরুনোর পরের ওভারেই ৪২ বলে ৫৬ রান করে আউট হয়েছেন।

বিজ্ঞাপন

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল অমেরাত ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়কের দারুণ ফিফটির পরও অবশ্য খুব বড় স্কোর গড়তে পারেনি পাপুয়া নিউ গিনি। নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে থেমেছে পাপুয়া নিউ গিনির ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন চার্লস আমিনি।

পাপুয়া নিউগিনি একাদশ: আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সিমন আতাই, সেসে ভাউ, কিপলিং ডরিগা (উইকেটরক্ষক), নোসাইনা পুকানা, ড্যামিয়ান রাভো, লেগা সিয়াকা, টনি উরা, কাবুয়া মুরেয়া ও নরম্যান ভানুয়া।

ওমান একাদশ: জিশান মাকসুদ (অধিনায়ক), আকিব ইলিয়াস, জতিন্দর সিং, কাশ্যপ প্রজাপতি, খাওয়ার আলি, মোহাম্মদ নাদিম, আয়ান খান, সন্দিপ গোউদ, কলিমুল্লাহ, বিলাল খান ও নাসিম খুশি।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

আসাদ ভালা টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর