Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের শুরুতে স্বাগতিকদের উড়ন্ত জয়


১৭ অক্টোবর ২০২১ ১৯:১৭

ওমানের উইকেটে ১২৯ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিততে হলে শুরুতেই উইকেট তুলে নিতে হতো। কিন্তু দ্রুত উইকেট তুলে নেওয়া দূরের কথা উইকেটই পেল না পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে স্বাগতিক ওমান।

১২৯ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই দ্রুত রান তুলতে থাকেন ওমানের দুই ওপেনার আকিব ইলিয়াস ও যতিন্দর সিং। এই দুজনকে থামাতেই পারেনি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা পাপুয় নিউগিনি। ১৩.৪ ‍ওভারে  কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য ১৩১ রান তুলে ফেলে ওমান।

বিজ্ঞাপন

রোববার (১৭ অক্টোবর) ওমানের আল আমেরাত স্টেডিয়ামে ওমানের ইনিংসের ১২তম ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ হয়েছিলেন আকিব ইলিয়াস। কিন্তু দামিয়েন রভুর করা ডেলিফারিটি ছিল কোমড়ের ওপর, স্বাভাবিকভাবেই নো বল দেন আম্পায়ার। ক্যাচ দিয়েও আউট হননি ইলিয়াস। পাপুয়া নিউগিনি উইকেট পাওয়ার কাছাকাছি যেতে পেরেছিল এই একবারই।

এছাড়া পাপুয়া নিউগিনির বোলিং আক্রমণেকে পাত্তাই দেয়নি ওমানের দুই ওপেনার। অপরাজিত ১৩১ রানের জুটিতে ৪২ বলে ৭টি চার ৪টি ছক্কায় ৭৩ রান করেছেন যতিন্দর সিং। ইলিয়াস ৪৩ বলে ৫টি চার ১টি ছয়ে ৫০ রান করেছেন।

এর আগে ওমানের আল আমেরাত স্টেডিয়াম দলের খাতায় রান যোগ হওয়ার আগেই দুই ওপেনারকে হারায় টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা পাপুয়া নিউ গিনি। তারপর আমিনিকে নিয়ে তৃতীয় উইকেটে অধিনায়ক ভালার প্রতিরোধ। তৃতীয় উইকেটে ৮১ রান তোলেন দুজন।

ভালা ৪৩ বলে ৪টি চার ৩টি ছয়ে টুর্নামেন্টের প্রথম ফিফটি (৫৩) তুলে নিয়ে ফিরলে এই জুটি ভাংগে। দলীয় ১০২ রানের মাথায় আমিনি ফেরেন ২৬ বলে ৪টি চার ১টি ছয়ে ৩৭ রান করে। তারপরই যেন মড়ক লাগল পাপুয়া নিউ গিনির ইনিংসে।

বিজ্ঞাপন

ওমানি স্পিনার জিসান মাকসুদ ১৬মত ওভারে তুলে নেন তিন উইকেট। তারপর শুরুতে ব্রেকথ্রু এনে দেওয়া বেলাল খান ও খালেমুল্লাহও যোগ দেন উইকেট শিকারের মহড়ায়। ২৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারানো পাপুয়া নিউ গিনি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে থেমে যায়।

মাকসুদ ৪ ওভারে ২০ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। বেলাল খান ৪ ওভারে ১৬ রানে ও খালেমুল্লাহ ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন দুটি করে উইকেট।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

ওমান-পাপুয়া নিউগিনি টপ নিউজ টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর