Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁচা-মরার ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ


১৯ অক্টোবর ২০২১ ১৯:৪১

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ যাত্রা শঙ্কার মুখে ফেলেছে বাংলাদেশ। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে প্রথম পর্বের বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই। সেই লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে আজ প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

মঙ্গলবার (১৯ অক্টেবর) ওমানের রাজধানী মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিজ্ঞাপন

প্রথম পর্বে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ রানে হেরেছে বাংলাদেশ। আজ ওমানের বিপক্ষে জিততে না পারলে বিশ্বকাপ থেকে বিদায় অনেকটা নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

অপর দিকে ওমান আজ জিতলে পরের রাউন্ডের রাস্তা অনেকটাই পরিস্কার হবে। আজ হারলেও পরের রাউন্ডে ওঠার সম্ভবনা থাকবে দলটির।

বাংলাদেশের একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ-ওমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর