এক ‘যাযাবরে’র হাত ধরে নামিবিয়ার স্মরণীয় জয়
২০ অক্টোবর ২০২১ ১৯:৫২
১৬৪ রানের পুঁজি নিয়ে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে নামিবিয়াকে চাপে ফেলে দিয়েছিল নেদারল্যান্ডস। তবে চাপ কাটিয়ে জয় ছিনিয়ে নেওয়াও তো সম্ভব। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ডেভিড ভিসে নামিবিয়ার হয়ে আজ সেটিই করে দেখালেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ঝড়ো হাফ সেঞ্চুরিতে নামিবিয়াকে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন ভিসে। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে নামিবিয়া।
বিশ্বকাপ মঞ্চে আজকের জয়টা নিশ্চয় অনেকদিন মনে রাখবে নামিবিয়া। শক্তি, ঐতিহ্যের দিক দিয়ে নেদারল্যান্ডের চেয়ে অনেকটা পিছিয়ে থাকা দলটার নাম ক্রিকেটে প্রথম উচ্চারিত হয়েছিল ২০০৩ সালে। সেবার ওয়ানডে বিশ্বকাপ খেলে দলটি। কিন্তু তারপরই যেন হারিয়ে গেল! ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ২০১৯ সালে গিয়ে পরবর্তী ওয়ানডে খেলেছে নামিবিয়া।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যাত্রা ২০২০ সালে। তার এক বছর পরই বিশ্বকাপ খেলতে এসেছে দলটি। প্রথম ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকার বিপক্ষে সুবিধা করতে না পারলেও পরের ম্যাচেই আজ নেদারল্যান্ডসকে হারিয়ে দিল নামিবিয়া। দলটির স্মরণীয় জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন এক ‘যাযাবর’!
বলা হচ্ছে ডেভিড ভিসের কথা। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া ভিসে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০১৬ সালের বিশ্বকাপ খেলেছেন। পরের বছর কলপ্যাক চুক্তিতে ইংলিশ কাউন্টির সাসেক্সে যোগ দিলে আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত সেখানেই শেষ হয়েছিল তার। সেই ভিসেই এবারের বিশ্বকাপে নামিবিয়ার সেরা ভরসা।
কলপ্যাক চুক্তি পরে শিথিল হওয়াতে অন্য দেশের হয়ে খেলার সুযোগ তৈরি হয় ভিসের। বাবার দেশ নামিবিয়া থেকে ডাক এলে সেই সুযোগ হারাতে চাননি ভিসে। বনে যান নামিবিয়ার ক্রিকেটার। তার হাত ধরেই বিশ্বকাপে স্মরণীয় এক জয় পেলে নামিবিয়া।
বুধবার (২০ অক্টোবর) আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১৬৬ রানরে জবাব দিতে নেমে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুললেও নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল নমিবিয়া। ৫২ রানে তিন উইকেট হারিয়ে ফেলে দলটি। সেখান থেকে ভিসের প্রতিরোধ।
চতুর্থ উইকেটে অধিনায়ক গেরহার্ড ইরাসমাসকে সঙ্গে নিয়ে ৫১ বলে ৯৩ রানের জুটি গড়েন ভিসে। ম্যাচটা সেখানেই নামিবিয়ার হাতে চলে এসেছে। ইরাসমাস ২২ বলে ৩২ রান করে ফিরলেও ভিসে অবিচলই ছিলেন। ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৬৬ রান তোলে নামিবিয়া। ভিসে তখন ৪০ বলে ৬৬ রানে অপরাজিত। তার ইনিংসটি ৪টি চার ৫টি ছয়ে সাজানো।
এর আগে ম্যাক্স ও’ডাউডের ৫৬ বলে ৭০ রানের ইনিংসের ওপর ভর করে ১৬৪ রানের সংগ্রহ গড়ে নেদারল্যান্ডস। ম্যাক্সের ইনিংসে চার ৬টি, ছক্কা ১টি। এছাড়া কলিন একারম্যান ৩৫ ও স্কট এডওয়ার্ডস ২১ রান করেছেন। ভিসে বোলিংয়ে ৩২ রান খরচায় এক উইকেট নেন।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/