ইউনাইটেডকে রোমাঞ্চকর জয় এনে দিলেন রোনালদো
২১ অক্টোবর ২০২১ ০৮:২৬
নির্ধারিত সময়ের তখন ৯ মিনিটের খেলা বাকি। আটালান্টার বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে থাকা থেকে মিনিট ছয়েক আগে সমতায় ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেজের নেওয়া কর্নার ক্লিয়ার করল আটালান্টা কিন্তু বিপদমুক্ত করতে পারেনি। বাঁ দিকে বল পেয়ে ভাসানো এক ক্রস ডি বক্সে করেন লুক শ। ছয় গজের ভেতর লাফিয়ে উঠে জোরালো হেডারে বল জালে জড়িয়ে উল্লাসে ফেটে পড়লেন গোটা দলের সঙ্গে। আর তাতে রোমাঞ্চকর এক বিজয়গাঁথা লেখা হলো রেড ডেভিলদের।
প্রথম ত্রিশ মিনিটে দুই গোলে পিছিয়ে পড়ার ধাক্কা, দারুণ সব সুযোগ তৈরি করেও জালের দেখা না পাওয়া ও পোস্ট-ক্রসবারে বল লাগার হতাশা। ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে আরেকটি হারের শঙ্কা জেগে ওঠে প্রবলভাবে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লিখল তারা। কয়েকটি সুযোগ নষ্ট করা ক্রিস্টিয়ানো রোনালদো শেষে গিয়ে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসালেন। ওল্ড ট্রাফোর্ডে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আটালান্টাকে ৩-২ গোলের ব্যবধানে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের ১৫তম মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে জাপাকস্তার গোলমুখে বাড়ানো বল পা বাড়িয়ে টোকায় জালে পাঠান পাসালিচ। এরপর ২৯তম মিনিটে আটালান্টাকে ২-০ গোলে এগিয়ে নেন মেরিহ ডেমিরাল। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেডে লক্ষ্যে পাঠান তুরস্কের এই ডিফেন্ডার।
প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড। ৪৪তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে ফ্রেডের শট হয় লক্ষ্যভ্রষ্ট আর রাশফোর্ডের কোনাকুনি শট বাধা পায় ক্রসবারে। বিরতির পর খেলা শুরু হতেই আরেকটি সুবর্ণ সুযোগ পায় ইউনাইটেড। ফার্নান্দেজের পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে পড়েন রোনালদো, সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। কিন্তু তার বরাবর শট নিয়ে হতাশ করেন পর্তুগিজ তারকা।
বিরতির পর ম্যাচে ফেরে ইউনাইটেড। ৫৩তম মিনিটে ব্রুনোর থ্রু বল ডি বক্সে ধরে কোনাকুনি শটে ব্যবধান কমান রাশফোর্ড। এরপর ৭৫তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কর্নার থেকে আটালান্টা পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডান দিক থেকে ডি বক্সে ক্রস বাড়ান জডান সানচো। বল এডিনসন কাভানির মাথা ছুঁইয়ে আসে মাগুইয়েরের পায়ে। অরক্ষিত এই ইংলিশ ডিফেন্ডার ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন।
এরপর ৮১তম মিনিটে লুক শ’র ক্রস থেকে লাফিয়ে উঠে হেড করে ইউনাইটেডকে জয় এনে দেন রোনালদো। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। আরেক ম্যাচে ইয়াং বয়েজের মাঠে ৪-১ গোলে জিতেছে ভিয়ারিয়াল। ৪ পয়েন্ট নিয়েও তিনে অবস্থান করছে ভিয়ারিয়াল। আর স্প্যানিশ দলটির সমান ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালিয়ান ক্লাব আটালন্টা। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে ইয়াং বয়েজ।
চেলসি-জুভেন্টাসের জয়—
বড় জয় পেয়েছে শিরোপাধারী চেলসি। ঘরের মাঠে ‘এইচ’ গ্রুপের ম্যাচে মালমোকে ৪-০ গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন জর্জিনিহো, একটি করে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও কাই হার্ভাটজ।
গ্রুপের আরেক ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবার্গকে শেষ দিকের গোলে হারিয়েছে জুভেন্টাস। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইতালিয়ান দলটি। ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। ৩ পয়েন্ট নিয়ে তাদের পরে আছে জেনিত। তিনটিতেই হারা মালমোর পয়েন্ট শূন্য।
সারাবাংলা/এসএস
উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার ইউনাইটেড বনাম পার্টিজেন বেলগ্রেড