মুশফিকের হলোটা কী?
২১ অক্টোবর ২০২১ ১৮:৫৩
স্কটরল্যান্ডের বিপক্ষে হেরে বিশ্বকাপের শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। সেই চিন্তা অবশ্য আপাতত কেটেছে। তবে মুশফিকুর রহিমকে নিয়ে ভাবনা বেড়েই চলেছে। দীর্ঘদিন রানের দেখা নেই মুশফিকের ব্যাটে।
সম্প্রতি কয়েক বছরে বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটার মুশফিক। তিন ফরম্যাটেই অসাধারণ ধারাবাহিকতায় রান তুলে গেছেন বাংলাদেশের মিড অর্ডার ব্যাটার। সেই মুশফিক রানের জন্য হাঁসফাঁস করছেন অনেকদিন ধরেই। বাবা-মা করোনায় আক্রান্ত হয়ে পড়লে জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজ অর্ধেক রেখেই দেশে ফিরেছিলেন মুশি। তারপর থেকেই কী যেন হলো!
করোনা নিয়মের কড়াকড়িতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলতে পারেননি। নিউজিল্যান্ড সিরিজ থেকে টানা খেলছেন মুশি। নিউজিল্যান্ড সিরিজ থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র চারটিতে দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন মুশফিক, সর্বোচ্চ ৩৮। প্রস্তুতি ও জাতীয় দলের হয়ে সর্বশেষ এগারো ম্যাচে মুশফিকের মোট রান ১০৫। চার বার আউট হয়েছেন শূন্য রানে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৮ করে দৃষ্টিকটুভাবে আউট হয়েছিলেন। ওমানের বিপক্ষে নিজের উইকেট স্রেফ বিলিয়ে দিয়ে এসেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার। অফস্ট্যাম্পের ওপর একটা আলগা স্লোয়ারে আলসে শটে উইকেটের পেছনে ক্যাচ দেন মুশি। আজ পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফভলি ডেলিভারি লেগে টেনে খেলতে গিয়ে ফিল্ডারের হাতে তুলে দিয়ে আউট হয়েছেন ৮ বলে ৫ রান করে।
বিপদ কাটিয়ে বিশ্বকাপের মূল পর্বের কাছাকাছি পৌঁছেছে বাংলাদেশ। তবে দলের সফলতম ব্যাটারের রানক্ষরার চিন্তাটা থেকেই গেল।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/