Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১৮ পেরুতেই ঘাম ছুটে গেল অস্ট্রেলিয়ার


২৩ অক্টোবর ২০২১ ১৯:৩৬ | আপডেট: ২৩ অক্টোবর ২০২১ ১৯:৫৯

প্রথমে বোলিং করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে রেখেছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল, বড় এক জয়ে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে অজিদের। আধুনিক টি-টোয়েন্টিতে ১১৮ আর তেমন কী! কিন্তু অজিদের ব্যাটিংয়ের সময় এই সংগ্রহকেই মনে হচ্ছিল বিশাল। শেষ দিকে পেণ্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে অস্ট্রেলিয়া, তবে ঘাম ছুটে গেছে অ্যারন ফিঞ্চের দলের।

মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েডের দারুণ এক জুটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েরভের প্রথম ম্যাচে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। দারুণ বোলিং করা জস হ্যাজেলউডের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার।

বিজ্ঞাপন

শনিবার (২৩ অক্টোবর) আবুধাবির জায়েদ স্টেডিয়ামে ১১৮ রানের জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ফিরেছেন কোনো রান না করেই। ডেভিড ওয়ার্নার আজও ভুগলেন। ইনিংস বড় করার লড়াইয়ে ব্যর্থ তারকা ওপেনার ফিরেছেন ১৫ বলে ১৪ রান করে। মিচেল মার্শ (১১) তৃতীয় ব্যাটার হিসেবে যখন ফিরলেন অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩৮/৩।

এরপর গ্লেন ম্যাক্সওয়েল ও স্টিভেন স্মিথ ৩৮ রানের জুটি গড়ে ধাক্কা সামলেছেন ঠিকই কিন্তু বলের সঙ্গে পাল্টা দিয়ে রান তুলে ব্যর্থ হওয়ায় দলকে চাপেও ফেলেন। ম্যাথু ওয়েড, মার্কাস স্টয়নিসও ক্রিজে এসে সেট হতে সময় নিয়েছেন। অস্ট্রেলিয়া তাতে আরও  চাপে পড়ে। তবে ওয়েড-স্টয়নিসই পরে চাপ কাটিয়ে দলকে জিতিয়েছেন।

দলের পাঁচ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সময় ১৬ বলে শেষ পর্যন্ত ২৪ রানে অপরাজিত ছিলেন স্টয়নিস। ১০ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন ওয়েড। এর আগে স্মিথ ৩৪ বলে ৩টি চারের সাহায্যে করেন ৩৪ রান। ম্যাক্সওয়েল ২১ বলে করেছেন ১৮ রান।

এর আগে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে টেম্বা বুভামা যেভাবে শুরু করলেন তাতে দক্ষিণ আফ্রিকার এমন দুর্দাশা আন্দাজ করা যায়নি। মিচেল স্টার্ককে দুইবার সীমানাছাড়া করে প্রথম ওভারে ১১ রান তোলেন বাভুমা। প্রথম ওভারে স্টার্কের ধুঁকতে থাকা দেখেই হয়তো দ্বিতীয় ওভারে স্পিন আনতে চাইলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তাতেই প্রোটিয়াদের ছন্দপতন।

দ্বিতীয় ওভারে ম্যাক্সওয়েলের এক নির্বিশ ডেলিভারিতে বোল্ড বাভুমা (৭ বলে ১২)। তারপর খণ্ডকালিন স্পিনার ম্যাক্সওয়েলের স্পিন সামলাতেই হিমশিম খেতে হলো প্রোটিয়াদের। ২৩ রানে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পঞ্চম উইকেট জুটিতে এইডেন মার্করাম ও হেনরিক ক্লাসেন ৩৪ রানের একটা জুটি গড়ে প্রতিরোধের আভাস দিয়েছিলেন। কিন্তু অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউডদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভণ্ডুর ব্যাটিং অর্ডার নিয়ে প্রতিরোধ বড় করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

এক মার্করামই বলার মতো একটা ইনিংস খেলেতে পেরেছেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। মার্করাম ৩৬ বল খেলে ৩টি চার ১টি ছয়ে ৪০ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেছেন কাগিসো রাবাদা, ডেভিড মিলারের ব্যাট থেকে এসেছে ১৬।

অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ১৯ রানে, অ্যাডাম জাম্পা ২১ রানে, মিচেল স্টার্ক ৩২ রানে দুটি করে উইকেট নিয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল ২৪ রানে এক উইকেট নিয়েছেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আহারে জীবন
২৭ জুলাই ২০২৫ ১৭:১৬

ডেমরায় হেলে পড়েছে বহুতল ভবন
২৭ জুলাই ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর