দুবাইয়ে বোলিং দাপট শেষে ইংল্যান্ডের জয়
২৩ অক্টোবর ২০২১ ২২:৩০
জিততে মাত্র ৫৬ রান লাগত ইংল্যান্ডের। এই রানটা তুলতেই ইংলিশ ব্যাটারদের যেভাবে হাঁসফাঁস করতে হলো মনে হচ্ছিল স্পিনবান্ধব উইকেটে টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে! টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচের পুরোটা সময় ধরেই দাপট দেখালেন বোলাররা। বোলিং দাপট শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।
সংযুক্ত আরব আমিরাতের উইকেট গতময় নয়। বিশ্বকাপের আগে আইপিএল অনুষ্ঠিত হয়েছে দেশটিতে। ফলে অতি ব্যবহারে আমিরাতের উইকেটগুলো আরও স্লো হবে সেটা আন্দাজ করা হচ্ছিল। কিন্তু তাই বলে বোলাররা যে এতো দাপট দেখাবেন সেটা হয়তো ভাবেননি অনেকেই। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৮ রানে আটকে রেখেছিল অস্ট্রেলিয়া। পরে এই রান তুলতেই ঘাম ছুটে গেছে অজিদের। এরপর ক্যারিবিয়ানদের মাত্র ৫৫ রানে গুটিয়ে দিল ইংলিশ স্পিন। পরে এই রানটা তুলতেও বারবার হোঁচট খেতে হলো ইলিশদের।
শনিবার (২৩ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫৫ রানের জবাব দিতে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার শুরুতেই ঠিকভাবেই এগুচ্ছিলেন। ক্যারিবিয়ান স্পিন এড়িয়ে পেস বোলিংয়ে রান তুলতে চেয়েছে জেসন রয় ও জস বাটলার। ইংল্যান্ডের প্রথম উইকেট হারাল এই কারণেই। রবি রামপালের বলে ক্রিস গেইলের হাতে ধরা পড়েন রয় (১০)।
পরের ওভারে ওয়েস্ট ইন্ডিজের তরুণ স্পিনার আকিল হোসেনের দুর্দান্ত এক ক্যাচে ফেরেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের স্কোর তখন ৩০/২। দলীয় ৩৬ রানের মাথায় রান আউট হন মইন আলী। ৩৯ রানের মাথায় লিয়াম লিভিংস্টোনে ক্যাচ এন্ড বোল্ডে ফেরান সেই তরুণ স্পিনার আকিল। অর্থাৎ ৩৯ রানে চার উইকে হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। জস বাটলার একপ্রান্ত আগলে রেখে ২২ বলে তিনটি চারে ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেছেন ৮.২ ওভারে।
এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান। স্পিন সুবিধার কথা চিন্তা করেই সম্ভবত আগে বোলিং নিয়েছেন মর্গান। দলের স্পিনাররা অধিনায়কের সিদ্ধান্তটাকে কী দুর্দান্তভাবেই না কার্যকর করলেন!
ক্যারিবিয়ান শিবিরে প্রথম ধাক্কাটা অবশ্য দিয়েছিলেন পেসার ক্রিস ওকস। দ্বিতীয় ওভারে ওকসকে উড়িয়ে মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে লংঅনে ধরা পড়েন এভিন লুইস (৬)। পরের ওভারে মইন আলির স্পিনের কাটা পড়েন লিন্ডল সিমন্স। ক্যারিবিয়ানদের উইকেট পতনের ধারাবাহিকতা আর থামেনি। স্লো পিচে বারবার বিগ হিট খেলতে গিয়ে উইকেট হারিয়েছেন কাইরন পোলার্ড, ক্রিস গেইল, নিকোলাস পুরানরা। শেষ দিকে ক্যারিবিয়ানদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন লেগস্পিনার আদিল রশিদ।
এক ক্রিস গেইলই কেবল দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন। ১৩ বলে ৩টি চারে ১৩ রান করেছেন গেইল। ১৪.২ ওখারে ৫৫ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আদির রশিদ ২.২ ওভার বোলিং করে মাত্র ২ রান খরচায় নিয়েছেন চার উইকেট। মইন ও টাইমের মিলস ৪ ওভারে ১৭ রান করে খরচ করে নিয়েছেন দুটি করে উইকেট। ক্রিস জর্ডান ও ক্রিস ওকস নিয়েছেন একটি করে উইকেট।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/