Tuesday 12 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামির পাশে ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
২৬ অক্টোবর ২০২১ ১২:৪৪

বিশ্বকাপের মঞ্চে এই প্রথম পাকিস্তানের কাছে হারল ভারত। হারটা আবার ১০ উইকেটের ব্যবধানে। এরপরে ক্ষীপ্ত হয়ে উঠেছে গোটা ভারতীয় ক্রিকেট সমর্থকরা। আর সমর্থকদের রোষানলে পড়েছেন পেসার মোহাম্মদ শামি।

তুমি পাকিস্তানের গুপ্তচর— শামিকে ভারতীয় সমর্থকরা

ম্যাচ শেষের পরপরই শামির ইনস্টাগ্রামে হামলে পড়েন ওই উগ্র সমর্থকরা। একজন তাকে বিশ্বাসঘাতক বলে লেখার অযোগ্য গালাগাল করেন। কেউ তাকে বলেছেন, ‘ভারত দলের পাকিস্তানি খেলোয়াড়।’ কেউ আবার লিখেছেন, ‘পাকিস্তানি দলের দ্বাদশ খেলোয়াড়।’ একজন আবার ছাড়িয়ে গেছেন সমস্ত মাত্রা। সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে লিখেছেন দিয়েছেন, ‘মুসলিম।’

বিজ্ঞাপন

ধর্ম নিয়ে শামির প্রতি এমন আক্রমণের পর তার পাশে দাঁড়িয়েছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেওয়াগসহ ভারতের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা। সামাজিক যোগাযোগমাধ্যমেই শামিকে সমর্থন দিয়েছেন তারা।

টুইটারে শামির প্রতি সমর্থনে এক ক্ষুদে বার্তা দিয়েছেন শচীন। তিনি লেখেন, ‘আমরা যখন ভারতের ক্রিকেট দলকে সমর্থন করি, তখন আমরা দলের এগারো জনকেই সমর্থন করি। মোহাম্মদ শামি খুবই নিবেদিত এবং বিশ্বমানের একজন বোলার। যেকোনো খেলোয়াড়ের মতো সেও মাঠে একটা বাজে দিন কাটিয়েছে। আমি শামি এবং ভারত দলের পাশে আছি।’

এদিকে মোহাম্মদ শামির সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে হেনস্তার শিকার হওয়ায় কষ্ট পেয়েছেন বীরেন্দর শেওয়াগও। তিনি লেখেন, ‘মোহাম্মদ শামির ওপর অনলাইনে এমন হামলা খুবই ন্যক্কারজনক এবং আমরা সবাই তার পাশে আছি। সে একজন চ্যাম্পিয়ন এবং যারা ভারতের টুপি পরে মাঠে নামেন, তারা সবাই হৃদয়ে ওই অনলাইন আক্রমণকারীদের তুলনায় ভারতকে অনেক বেশি ধারণ করেন। তোমার সঙ্গেই আছি শামি। পরের ম্যাচে দেখিয়ে দিও তোমার ক্ষমতা!’

বিজ্ঞাপন

এছাড়াও ইরফান পাঠান, হরভজন সিং, যুজবেন্দ্র চাহালও শামির পাশে দাঁড়িয়ে সমর্থন জানিয়েছেন।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত বনাম পাকিস্তান ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর