কিউইদের বিপক্ষে এগিয়ে পাকিস্তানই
২৬ অক্টোবর ২০২১ ১৩:২২
ভারতকে ১০ উইকেটে বিধ্বস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপে রাজকীয় সূচনা পাকিস্তানের। দল আছে ফুরফুরে মেজাজে। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাবর আজমের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে কি আলাদা একটা আক্রোশ কাজ করছে পাকিস্তানের? দেশটিতে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়ানোর আধা ঘণ্টা আগে নিরাপত্তার ইস্যুতে সিরিজ না খেলেই ফিরে যায় কিউইরা।
এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান মুখোমুখি নিউজিল্যান্ডের। বাংলাদেশ সময় রাত ৮টায় শারজায় শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের জন্য দ্বিতীয় হলেও, এই ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শুরু করবে কিউইরা।
কিউইদের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আছে পাকিস্তানই। দুই দলের মধ্যকার পরিসংখ্যান দেখে নেওয়া যাক এক নজরে—
দুই দলের মুখোমুখি ২৪ লড়াইয়ে পাকিস্তানের ১৪ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয়ের সংখ্যা ১০টিতে। সর্বোচ্চ দলীয় সংগ্রহ পাকিস্তানের যেখানে ২০১ সেখানে কিউইদের সর্বোচ্চ দলীয় রান ১৯৬। সর্বনিম্ন রানের ক্ষেত্রেও পিছিয়ে নিউজিল্যান্ড। ২০১০ সালে ঘরের মাঠেই পাকিস্তানের কাছে মাত্র ৮০ রানে অলআউট হয়েছিল কিউইরা। সেখানে পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ ১০১।
ব্যক্তিগত পরিসংখ্যানের দিকে নজর দিলেও পাকিস্তানি ক্রিকেটারদেরই জয়জয়কার। সর্বোচ্চ ব্যক্তিগত রান পাকিস্তানের মোহাম্মদ হাফিজের। তার রান ৫৫২ আর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৯ রানের। এদিকে কিউইদের পক্ষে সর্বোচ্চ রান মার্টিন গাপটিলের ৫০৯।
অবশ্য উইকেট সংগ্রহের দিক দিয়ে কিউই বোলার টিম সাউদি আছেন শীর্ষে। তার উইকেট সংখ্যা ২৩টি আর পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি শহিদ আফ্রিদি ২১টি। সেরা বোলিং ফিগার পাকিস্তানের পক্ষে ৬ রানে পাঁচ উইকেট নেওয়া উমর গুলের। আর ১৮ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলিং ফিগার।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস