Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশ চ্যালেঞ্জের আগে ইনজুরি দুশ্চিন্তা


২৬ অক্টোবর ২০২১ ২২:৩৬

বিশ্বকাপের প্রথম পর্বের মতো সুপার টুয়েলভের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। শ্রীলংকার বিপক্ষে জয়ের সুবাস পাওয়া ম্যাচে হারতে হয়েছে। রাত পোহালে সুপার টুয়েলভের আরেক ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে টাইগারদের। তার আগে নুরুল হাসান সোহানকে নিয়ে দুশ্চিন্তা। ব্যাটিং অনুশীলনের সময় চোট পেয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার।

ইংল্যান্ড ম্যাচকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমি মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ দল। সেখানে নেটে ব্যাটিং করার সময় চোট পান সোহান।

বিজ্ঞাপন

পেসার তাসকিনের জোড়ালো ডেলিভারিতে তলপেটে আঘাত পান সোহান। কিছুক্ষণ পর মাঠ ছাড়েন তিনি। তরুণ উইকেটরক্ষক ব্যাটারের চোট কতোটা গুরুতর অফিসিয়ালি তা জানানো হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, চোট গুরুতর নয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে পাঁচটি ডিসমিসাল করেছেন সোহান। উইকেটের পেছনে তার দুর্দান্ত পারফরম্যান্স প্রতি ম্যাচেই নজর কেড়েছে। কিন্তু ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না। প্রথম পর্বের তিনটি ম্যাচে যথাক্রমে ২, ৩, ০ রানে গুটিয়ে যাওয়া সোহান সুপার টুয়েলভে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ে সুযোগ পাননি।

ব্যাট হাতে ফর্মে ফিরতে মরিয়া সোহান অনুশীলনে ঘাম ছড়াচ্ছিলেন। সেখানেই ইনজুরি হানা দিল।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নুরুল হাসান সোহান

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর