Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হার্শার প্রতিবাদের পর ক্ষমা চাইলেন ওয়াকার

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৩:৪৬

রোববার ভারত-পাকিস্তান ম্যাচের দিন পানি পানের বিরতির সময় মাঠেই নামাজ পড়েন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ওই দিন পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে ওয়াকার ইউনুস বলেছিলেন, ‘হিন্দুদের সামনে রিজওয়ানের নামাজ পড়া তার কাছে বিশেষ কিছু।’

খেলার সঙ্গে ধর্ম মিশিয়ে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের আপত্তিকর মন্তব্যে আরও বলেন, হিন্দুদের দেখিয়ে দেখিয়ে এমন ধর্মচর্চা রিজওয়ানের ব্যাটিংয়ের চেয়েও সুন্দর।

বিজ্ঞাপন

প্রতিবাদ করেছিলেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে। হার্শার যুক্তি অনুধাবন করে নিজের ভুল বুঝতে পেরেছেন ওয়াকার। টুইটারে ক্ষমা চেয়েছেন তিনি।

এরপরই নিজের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিবাদ করেন হার্শা ভোগলে। তিনি লেখেন, ‘ওয়াকার ইউনুসের মতো একজন মানুষ যখন বলেন হিন্দুদের সামনে রিজওয়ানের নামাজ পড়া তার কাছে বিশেষ কিছু, এটা আমার শোনা সবচেয়ে হতাশার কথা হয়ে যায়। আমাদের অনেকেই এসব কথার বদলে খেলাটার কথা বেশি শুনতে চায়’

‘আমি সত্যিই আশা করি পাকিস্তানের সত্যিকারের ক্রীড়াপ্রেমীরা আমার সঙ্গে একমত হবেন এবং তার এই মন্তব্যের ভয়াবহ দিকটি অনুধাবন করবেন। এরকম অবস্থায় আমাদের মতো ক্রীড়াপ্রেমিদের মানুষকে বলা কঠিন হয়ে যায় যে এটা শুধু মাত্র একটা খেলা, কেবলই একটা ক্রিকেট ম্যাচ।’

‘আপনারা ভাবতে পারেন ক্রিকেটাররা খেলাটার দূত। তাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত। আমি নিশ্চিত ওয়াকারের কাছ থেকে দুঃখপ্রকাশের বার্তা পাব। আমরা ক্রিকেট বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই, ধর্ম দিয়ে বিভক্ত করতে চাই না।’

বিজ্ঞাপন

হার্শার প্রতিবাদের পরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ক্ষমা প্রার্থনা করেন ওয়াকার ইউনুস। এবং তিনি তার ভুল অনুধাবন করতে পেরেছেন বলেও জানান।

ওয়াকার বলেন, ‘উত্তেজক মুহূর্তে আমার মুখ দিয়ে একটা কথা বেরিয়ে গিয়েছে যেটা আসলে আমি মিন করিনি। যে কথাতে অনেকে আহত হয়েছেন সেজন্য আমি ক্ষমা চাইছি। আমি আসলে এটা বলতে চাইনি, ভুল হয়ে গেছে। খেলা আসলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করে।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

ওয়াকার ইউনুস টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত-পাকিস্তান হার্শা ভোগলে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর