আবারও ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
২৭ অক্টোবর ২০২১ ১৬:২৯
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই দুই ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে সাকিব ফেরেন ক্রিস ওকসের শিকার হয়ে।
ইনিংসের প্রথম ওভারটা বেশ দারুণভাবে মোকাবিলা করেন লিটন দাস এবং নাইম শেখ, তুলে নেন ১০ রান। মইন আলীর করা ওই ওভারে দুটি বাউন্ডারি হাকান লিটন দাস। এরপর দ্বিতীয় ওভারে এসে ক্রিস ওকস চেপে ধরে টাইগার ব্যাটারদের।
তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন মইন আলী। ওভারের দ্বিতীয় বলে মইন আলীকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লিভিংস্টনের হাতে ধরা পড়েন লিটন দাস। আউট হওয়ার আগে ৮ বলে দুটি চারে ৯ রান করেন লিটন।
লিটন ফেরার পরের বলেই ক্রিস ওকসের হাতে বল তুলে দিয়ে ফেরেন নাইম শেখ। দলীয় ১৪ রানেই দুটি উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে নাইম শেখ ৭ বলে ৫ রান করেন। এরপর বিপর্যয় সামাল দিতে উইকেটে আসেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তবে পাওয়ার প্লের শেষ ওভারে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান। এতেই ২৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে ৭ বলে ৪ রান।
এই রিপোর্ট লেখা অবধি বাংলাদেশের সংগ্রহ, ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রান। উইকেটে আছেন, মুশফিকুর রহিম (৯) এবং মাহমুদউল্লাহ রিয়াদ (০)।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ নাইম শেখ বাংলাদেশ বনাম ইংল্যান্ড লিটন দাস