টি-টোয়েন্টি র্যাংকিংয়ের সিংহাসনে সাকিব
২৭ অক্টোবর ২০২১ ১৬:৩৯
বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না সাকিব আল হাসান। ৭ বলে ৪ রান করেছেন সাকিব। তবে ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ এক সংবাদ এলো সাকিবের জন্য। আবারও আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন বাংলাদেশি তারকা।
বুধবার (২৭ অক্টোবর) র্যাংকিংয়ের সপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা যাচ্ছে, আফগানিস্তানের মোহাম্মদ নবিকে পেছনে ফেলে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ে সবার উপরে উঠে বসেছেন সাকিব।
ওয়ানডেতে আগে থেকেই সেরা অলরাউন্ডার ছিলেন সাকিব। জাতীয় দলের হয়ে অনেকদিন ধরে বল হাতে দুর্দান্ত পারফর্ম করা সাকিব এবার টি-টোয়েন্টিতেও শীর্ষে ফিরলেন।
আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিবের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯৫। দুই নম্বরে নেমে যাওয়া আফগানিস্তানের মোহাম্মদ নবির রেটিং দাঁড়িয়েছে ২৭৫।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/