Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১২৪

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১ ১৭:৪৭

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুউল্লাহ রিয়াদ। ব্যাট করতে নেমে শুরুতেই মইন আলীর ঘূর্ণিতে কুপোকাত টাইগার ওপেনাররা। তবে মুশফিকুর রহিমের ২৯ আর শেষ দিকে নাসুম আহমেদের ৯ বলে ১৯ রানের ক্যামিওতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান।

ইংলিশদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারেই দুই ওপেনারকে হারায় টাইগাররা। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে সাকিব ফেরেন ক্রিস ওকসের শিকার হয়ে।

বিজ্ঞাপন

ইনিংসের প্রথম ওভারটা বেশ দারুণভাবে মোকাবিলা করেন লিটন দাস এবং নাইম শেখ, তুলে নেন ১০ রান। মইন আলীর করা ওই ওভারে দুটি বাউন্ডারি হাকান লিটন দাস। এরপর দ্বিতীয় ওভারে এসে ক্রিস ওকস চেপে ধরে টাইগার ব্যাটারদের।

তৃতীয় ওভারে আবারও বল হাতে আসেন মইন আলী। ওভারের দ্বিতীয় বলে মইন আলীকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে লিভিংস্টোনের হাতে ধরা পড়েন লিটন দাস। আউট হওয়ার আগে ৮ বলে দুটি চারে ৯ রান করেন লিটন।

লিটন ফেরার পরের বলেই ক্রিস ওকসের হাতে বল তুলে দিয়ে ফেরেন নাইম শেখ। দলীয় ১৪ রানেই দুটি উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে নাইম শেখ ৭ বলে ৫ রান করেন। এরপর বিপর্যয় সামাল দিতে উইকেটে আসেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। তবে পাওয়ার প্লের শেষ ওভারে আদিল রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান। এতেই ২৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। আউট হওয়ার আগে ৭ বলে ৪ রান।

এরপর দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে রিয়াদ-মুশির জুটি থেকে আসে ৩৭ রান। বাংলাদেশের হয়ে এদিন ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। ৩০ বলে ২৯ রান করে লিভিংস্টোনের বলে রিভার্সসুইপ করতে গিয়ে এলবিডাব্লিউ হয়ে ফেরেন মুশি।

বিজ্ঞাপন

এরপর মাহমুদউল্লাহ এবং আফিফ জুটি গড়ার চেষ্টা করলেও রান আউটে কাটা পড়ে আফিফ ফেরেন (৫) দলীয় ৭৩ রানে। এরপর আর বেশি সময় উইকেটে থাকেননি অধিনায়ক রিয়াদও। লিভিংস্টোনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনিও। আউট হওয়ার আগে রিয়াদ ২৪ বলে ১৯ রান করেন।

শেষ দিকে মাহেদি হাসান ১১, নুরুল হাসান সোহান ১৮ বলে ১৬  আর নাসুমের ৯ বলে ১৯ রানের ক্যামিওতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।

ইংলিশদের হয়ে দুটি করে উইকেট নেন মইন আলী, লিভিংস্টোন এবং টাইমাল মিলস। এছাড়াও একটি উইকেট নেন ক্রিস ওকস।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম ইনিংস বাংলাদেশ বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর