বিশ্বকাপের হতশ্রী পারফরম্যান্সে র্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ
২৮ অক্টোবর ২০২১ ১৩:৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশের। এর আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে এই ফরম্যাটের র্যাংকিংয়ে ৬ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু চলমান বিশ্বকাপে খেলতে গিয়ে প্রথমে স্কটল্যান্ডের কাছে, এরপর শ্রীলংকা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের কারণে র্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ।
সদ্য প্রকাশিত আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে আট নম্বরে নেমে গেছে। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানে বিধ্বস্ত করে বাংলাদেশের ওপরে উঠে এসেছে আগফগানিস্তান।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। দুই নম্বরে আছে ভারত, তিনে আছে পাকিস্তান, চারে আছে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা, ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া। আফগানিস্তান উঠে এসেছে সাত নম্বরে। বাংলাদেশ আছে আট নম্বরে। শ্রীলংকা আছে ৯ নম্বরে এবং ওয়েস্ট ইন্ডিজ আছে তালিকার দশে।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস