বাদ পড়লেন সোহান-নাসুম, একাদশে ফিরলেন সৌম্য-তাসকিন
২৯ অক্টোবর ২০২১ ১৫:৪৭
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ থেকে বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদ আর উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তাদের জায়গায় দলে ফিরেছেন সৌম্য সরকার এবং তাসকিন আহমেদ।
ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (২৯ অক্টোবর) বিকেল চারটায়। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন বিশ্বকাপে ব্যাট হাতে রান খরায় ভুগতে থাকা নুরুল হাসান সোহান। এছাড়া স্পিনার নাসুম আহমেদের জায়গা দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ।
এদিকে দুটি পরিবর্তন এসেছে উইন্ডিজ দলেও। লেন্ডল সিমন্সের বদলে দলে ফিরেছেন রস্টোন চেজ। আন্তর্জাতিক ক্রিকেটে এদিন অভিষেক ঘটতে যাচ্ছে এই ব্যাটারের। এদিকে হেইডেন ওয়ালসের জায়গায় দলে ফিরেছেন জেসন হোল্ডার।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আকেল হোসেন, রবি রামপাল।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ তাসকিন আহমেদ নাসুম আহমেদ নুরুল হাসান সোহান সৌম্য সরকার