পাওয়ার প্লে’টা টাইগারদের
২৯ অক্টোবর ২০২১ ১৬:৩৫
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে শুরুতেই উইন্ডিজকে চেপে ধরেছে টাইগার বোলাররা। পাওয়ার প্লে’র মধ্যেই উইন্ডিজের দুই ওপেনারকে ফিরিয়েছে টাইগার বোলাররা।
শুরুতেই মাহেদি হাসান বল হাতে ইনিংসের গোড়াপত্তন করেন। শুরুর ওভারেই দুর্দান্ত বল করেন মাহেদি। এরপর আসেন তাসকিন আহমেদ।
ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে আসেন মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারেই আঘাত হানেন ফিজ। ওভারের শেষ বলটা উড়িয়ে মারতে গিয়ে স্কয়ার লেগে থাকা মুশফিকুর রহিমের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এভিন লুইস। আউট হওয়ার আগে ৯ বলে ৬ রান করেন লুইস।
এরপর তাসকিন আহমেদের দ্বিতীয় ভোয়ার থেকে উইন্ডিজ নিতে পারে মাত্র ৫ রান। পরের ওভারে ঘূর্ণি নিয়ে আবারও আসেন মাহেদি। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ক্রিস গেইলকে বোল্ড করেন মাহেদি। আউট হওয়ার আগে ১০ বলে ৪ রান করেন ইউনিভার্সাল বস। এতেই মাত্র ১৮ রানে দুই ওপেনারকে হারায় ক্যারিবীয়রা।
এরপর পাওয়ার প্লের শেষ ওভারে ৮ রান নেয় ক্যারিবীয়রা। এতেই পাওয়ার প্লের ছয় ওভারে ২ উইকেটে হারিয়ে ২৯ রান করতে পারে উইন্ডিজ।
উইকেটে আছেন, শিমরন হেটমায়ার (৮) এবং রস্টোন চেজ (৯)।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস