Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারলেও পাকিস্তানকে কাঁপিয়ে দিল আফগানিস্তান


২৯ অক্টোবর ২০২১ ২৩:৪৯

বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তান-আফগানিস্তানের মধ্যকার ম্যাচটা শেষ দিকে দোদুল্যমান হয়ে পড়েছিল। মনে হচ্ছিল জিততে পারে যে কোনো দলই। শেষ দুই ওভারে ২৪ রান লাগত পাকিস্তানের। আসিফ আলির দুর্দান্ত এক ইনিংসে শেষ পর্যন্ত ম্যাচ জিতে জয়ের হাসি হেসেছে পাকিস্তান। তবে হারলেও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছে মোহাম্মদ নবি, রশিদ খানদের আফগানিস্তান।

শুক্রবার (২৯ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ উইকেটে জিতেছে পাকিস্তান। সুপার টুয়েলভে এ নিয়ে তিন ম্যাচ খেলে তিনটিতেই জিতল বাবর আজমের দল। যাতে সেমিফাইনালের দৌড়ে আরেকটু এগিয়ে গেল দলটি।

বিজ্ঞাপন

১৭তম ওভারে বাবর আজমকে সরাসরি বোল্ড করেন রশিদ খান। পরের ওভারে সেট ব্যাটার শোয়েব মালিকও ফিরলে আফগানিস্তানের জয়কেই বেশি সম্ভব মনে হচ্ছিল। কিন্তু ১৯তম ওভারে আফগানদের স্বপ্ন ভেঙে ছাড়খাড় করে দিলেন আসিফ আলি।

করিম জানাতকে ওই ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে ছয় বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেন পাকিস্তানি তরুণ। একদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষেও বিপদের মুখে দুর্দান্ত এক ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়েছিলেন আসিফ।

পাকিস্তানের ওপেনিং জুটি আজ সফল হতে পারেননি। ফর্মে থাকা মোহাম্মদ রিজওয়ান (৮) ফিরেছেন দলীয় ১২ রানের মাথায়। দ্বিতীয় উইকেটে ফখর জামানকে নিয়ে ৬৩ রানের জুটি গড়ে সেই ধাক্কা অবশ্য সামলেছেন বাবর। তবে ফখর ২৫ বলে ৩০ রান করে ফেরার পর মোহাম্মদ হাফিজ (১০) সুবিধা করতে পারেননি।

বাবর-মালিক পরপর দুই ওভারে ফিরলে আরও বিপদে পড়েছিল পাকিস্তান। সেখান থেকে পাকিস্তানকে জিতিয়েছেন আসিফ। মাত্র ৭ বল খেলে শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত ছিলেন আসিফ। বাবর ৪৭ বলে ৪টি চারে ৫১ রান করেন। শোয়েব মালিক ১৫ বলে ১৯ রান করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানিস্তান চ্যালেঞ্জিং স্কোর পেয়েছে শেষ দিকের ব্যাটিংয়ে। সাত নম্বরে নেমে ৩২ বলে ৩৫ রান করেন মোহাম্মদ নবি। আট নম্বরে নেমে গুলবাদিন নাইব ২৫ বলে করেছেন ৩৫ রান। এছাড়া ২২ রান এসেছে নাজিবুল্লাহ জাদরানের ব্যাট থেকে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর