অস্ট্রেলিয়াকে ১২৫ রানেই আটকে রাখল ইংল্যান্ড
৩০ অক্টোবর ২০২১ ২২:০৪
ক্রিকেটে অস্ট্রেলিয়া-ইল্যান্ড লড়াই বরাবরই রোমাঞ্চকর। বিশ্বকাপের সুপার টুয়েলভে দুদলের লড়াই শুরুর আগে রোমাঞ্চ ছড়াচ্ছিলও। কিন্তু মাঠের লড়াইটা ঠিক কমছে না! প্রথমে বোলিং করতে নেমে অস্ট্রেলিয়াকে ১২৫ রানেই আটকে রেখেছে ইংল্যান্ড।
শনিবার (৩০ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়া প্রথম উইকেট হারায় দলীয় ৭ রানের মাথায়। আগের ম্যাচে দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি করা ওয়ার্নার ফেরেন ১ রানে।
টানা উইকেট হারাতে থাকা অস্ট্রেলিয়া পঞ্চম উইকেট হারায় ৫১ রানে। একপ্রান্ত থেকে কেবল অ্যারন ফিঞ্চ উইকেট ধরে রাখতে পেরেছেন। বাকিদের মধ্যে ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগাররা একটু দাঁড়াতে পারলেও স্কোর বড় করতে পারেননি।
নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। ফিঞ্চ ৪৯ বলে ৪টি চারে ৪৪ রান করেন। অ্যাগার ২০ ও ওয়েড ১৮ রান করেন। ইংল্যান্ডের বিপক্ষে ক্রিস জর্ডান ১৭ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন ক্রিস ওকস ও কাইল মিলস।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/