কোহলি-রোহিতদের অসহায় বানিয়ে ছাড়ল নিউজিল্যান্ড
৩১ অক্টোবর ২০২১ ২২:২৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটাকে মনে করা হচ্ছিল অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’। আলোচিত এই ম্যাচের প্রথমভাগটা হলো বড্ডই একপেশে। কিউই বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছে ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১১০ রানেই গুটিয়ে গেছে ভারত।
রোবাবার (৩১ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতীয় ইনিংসের শুরুতে গতির ঝড় তুলেছিলেন নিউজিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি। রোহিত শর্মাকে তিনে পাঠিয়ে আজ ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন তরুণ ইশান কিশান।
তরুণ ওপেনারকে ৪ রানেই ফিরিয়ে দেন বোল্ট। ১৮ রান করে সাউদির বলে ফেরেন লোকেশ রাহুল। ভারতকে এরপর বড় ধাক্কাটা দিয়েছেন ইশ শোধি। মাত্র ৮ রানের ব্যবধানে ভারতের ব্যাটিংয়ের দুই স্তম্ভ রোহিত শর্মা (১৪) ও বিরাট কোহলিকে (৯) ফেরান কিউই স্পিনার। ৪৮ রানে চতুর্থ উইকেট হারায় ভারত।
একটা সময় মনে হচ্ছিল, ভারত স্কোর একশর ওপারে নিতে পারবেন তো! শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও রবীন্দ্র জাদেজার কার্যকরী দুটি ইনিংসে একশ পেরিয়েছে ভারত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১০ রানে থেমেছে বিরাট কোহলির দল। ১৯ বলে ২৬ রান করেছেন জাদেজা। পান্ডিয়ার ব্যাট থেকে এসেছে ২৩।
নিউজিল্যান্ডের হয়ে বোল্ট ২০ রানে তিন উইকেট নিয়েছেন। শোধি ১৭ রানে নেন দুই উইকেট।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/