ভারতের বিদায় দেখছেন শেবাগ
১ নভেম্বর ২০২১ ১৪:১৪
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ এর আয়োজক ভারত। আর সেই ভারতই কিনা সেমিফাইনালের আগেই বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে। ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ মনে করছেন ভারতের পক্ষে সেমিফাইনাল খেলাটা অসম্ভবই।
পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করা বিরাট কোহলিরা নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটের ব্যবধানে। আর এতেই সুপার টুয়েলভ থেকে ভারতের বিদায় দেখেছেন সাবেক তারকা বীরেন্দ্র শেবাগ।
বুমরাহর অজুহাত ৬ মাসের সুরক্ষা বলয়ে ক্লান্ত ক্রিকেটাররা
শেবাগের এমন মন্তব্য এসেছে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারের পর। টুইটারে সাবেক ভারতীয় এই তারকা বলেছেন, ‘ভারত খুবই হতাশ করেছে। চমৎকার খেলেছে নিউজিল্যান্ড। ভারতের শরীরী ভাষা ভালো ছিল না কোনো অর্থেই। শট সিলেকশনও বাজে ছিল অতীতের অন্যান্য সময়ের মতো।’
এমন হতাশাগ্রস্ত পারফরম্যান্সের পর ভারতের সেমিফাইনালে খেলার সমীকরণ বেশ কঠিন হয়ে উঠেছে। কেননা এই গ্রুপের শীর্ষে থাকা পাকিস্তান নিজেদের প্রথম তিন ম্যাচের তিনটিতেই জিতে এক প্রকার সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে। এরপর দুইয়ে থাকা আফগানিস্তান পাকিস্তানের কাছে হারলেও নামিবিয়া ও স্কটল্যান্ডকে উড়িয়ে ৪ পয়েন্ট অর্জন করেছে।
এদিকে ভারতকে হারিয়ে দেওয়া নিউজিল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে হেরেছে পাকিস্তানের কাছে। তাই তো দুই পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে। আর স্কটিশদের হারানো নামিবিয়া আছে ভারতেরও ওপরে চারে। দুই ম্যাচে দুই হারে পাঁচ নম্বরে অবস্থান ভারতের। গ্রুপের তলানিতে অবস্থান করেছে স্কটল্যান্ড।
Very disappointing from India. NZ were amazing. India’s body language wasn’t great, poor shot selection & like few times in the past, New Zealand have virtually ensured we won’t make it to the next stage. This one will hurt India & time for some serious introspection #IndvsNZ
— Virender Sehwag (@virendersehwag) October 31, 2021
তাই তো বাস্তবতা মনে করিয়ে দিলেন বীরেন্দ্র শেবাগ। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড কার্যত এটা নিশ্চিত করেছে, ভারত পরবর্তী পর্বে যাচ্ছে না। বিষয়টা ভারতকে অবশ্যই কষ্ট দেবে। এখন সময়টা আত্মসমালোচনার।’
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় স্পিনার হরভজন সিং অবশ্য ভারতীয় দলের প্রতি সবাইকে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন এই মুহূর্তে হারের জন্য সবচেয়ে বেশি কষ্টে আছে টিম ইন্ডিয়া, ‘ক্রিকেটারদের প্রতি খুব বেশি কঠোর না হই। আমরা তাদের আরও ভালো ক্রিকেটের জন্যই জানি। এই ধরনের ফলাফল ক্রিকেটারদেরই বেশি কষ্ট দেয়। তার পরেও ব্ল্যাকক্যাপসদের বাহবা জানাই। সব বিভাগেই ওরা চমৎকার ছিল।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস