Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমালোচনা মেনে নিতে হবে: তাসকিন

স্পোর্টস ডেস্ক
৩ নভেম্বর ২০২১ ০১:০৪

মাঠের পারফরম্যান্সের সঙ্গে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রিকেটারদের কটু কথায় বেশ বিব্রত ভক্ত সমর্থকরা। কখনো স্বপ্ন বদল, কখনোবা আয়নায় মুখ দেখার কথা বলে সমর্থকদের দিকে তীর ছুঁড়ে দিচ্ছেন টাইগার ক্রিকেটাররা। তবে সিনিয়র ক্রিকেটাররা এভাবে প্রতিক্রিয়া দেখালেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটের হারের পর সংবাদ সম্মেলনে এসে নরম সুরেই কথা বললেন তাসকিন আহমেদ। বাজে ফল আসলে সমালোচনা হবেই, এটাই মেনে নিচ্ছেন এই ডানহাতি পেসার।

বিজ্ঞাপন

বিশ্বকাপের সুপার টুয়েলভের আগে প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের কাছে হার দিয়ে শুরু করে বাংলাদেশ। এরপর যদিও পাপুয়া নিউ গিনি এবং ওমানকে হারিয়ে নিশ্চিত করে মূল পর্ব। তবে মূল পর্বের শুরু থেকেই টাইগারদের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। এছাড়াও মাঠে ক্যাচ মিসের মহড়া, বোলিংয়ে ভুল সিদ্ধান্তে হাতছাড়া অনেকটাই জেতা ম্যাচ। সব মিলিয়ে খুবই বাজে সময় কাটছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। আর এতেই সমালোচনার তীর ছুটছে টাইগার ক্রিকেটারদের দিকে।

বিজ্ঞাপন

ক্রিকেটাররা ১১০ ভাগ দিয়ে চেষ্টা করছেন— দাবি তাসকিনের

সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও ছাড় দিচ্ছেন না ক্রিকেটারদের। আর এই সমালোচনা কিছুতেই নিতে পারছেন না ক্রিকেটাররা। ওমানকে হারিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করার পর সমালোচনার জবাবে শক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সব মহলের সমালোচনা তাদের গায়ে লেগেছিল বলেও জানিয়েছিলেন। পাপুয়া নিউ গিনিকে হারানোর পর সাকিব আল হাসানকেও দেখা গিয়েছিল সহজ প্রশ্নে ব্যঙ্গাত্মক উত্তর দিতে। শ্রীলংকার কাছে জেতার কাছে গিয়েও হেরে আসার পর সমালোচনাকারীদেরই উল্টো আয়নায় মুখ দেখতে বলেছিলেন মুশফিকুর রহিম।

তবে সিনিয়র ক্রিকেটারদের সমালোচনার বিপরীতে উল্টো চড়াও হয়ে জবাব দেওয়া পথে হাটলেন না তাসকিন আহমেদ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে দলের হয়ে কথা বলতে আসেন তাসকিন আহমেদ। এসে জানালেন সমালোচনার সইবার জন্য প্রস্তুত আছেন তার। তিনি আরও বলেন, ‘হারতে কার ভালো লাগে। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। এজন্য অনেক কথা, এত সমালোচনা এটা স্বাভাবিক। খারাপ খেললে সমালোচনা হবে, সেটা নিতে হবে। যত দ্রুত এই জিনিসগুলোতে বের হয়ে সামনের সিরিজ বা সামনের ম্যাচে ফিরতে পারি। দোয়া করবেন অন্তত সামনের ম্যাচটা যেন ভাল খেলতে পারি। অন্তত একটা জয় যেন দেশকে উপহার দিতে পারি।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বড় হার

আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে মাহমুদউল্লাহরা স্বাদ পেয়েছেন বিব্রতকরের হারের। বাংলাদেশের মামুলি পুঁজি তাড়ায় ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটে জেতে প্রোটিয়ারা। দল হারলেও ১৮ রানে ২ উইকেট নিয়ে ঝলক দেখান পেসার তাসকিন।

তাসকিন আরও বলেন, ‘এটা সত্যি যে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ীও খেলতে পারেনি। অনেকের থেকে টি-টোয়েন্টিতে আমরা পেছানো, সেই অনুযায়ীও আমরা খেলতে পারিনি। নিশ্চিতভাবেই এতটা খারাপ হতো না, এর থেকে আরও ভালো আশা করা যায় আরকি।’

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন — https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ তাসকিন আহমেদ বাংলাদেশ দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর