নিজেদের পরীক্ষা করতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের
৩ নভেম্বর ২০২১ ১২:১৯
নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল পাকিস্তান। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই দুর্দান্ত ছিল পাকিস্তান। তবে এদিন ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিতে দেখা গেছে পাকিস্তান অধিনায়ককে। টস জিতে যেখানে সব দলই আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে সেখানে বাবর আজমকে দেখা গেল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে। ম্যাচ শেষে জানালেন এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনের যুক্তিও। তিনি জানান, আমরা নিজেদের পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করছে পাকিস্তান। শুরুর তিন ম্যাচে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানকে উড়িয়ে অনেকটাই নিশ্চিত করেছিল সেমিফাইনাল। আর নামিবিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে নিশ্চিত করে সেমিফাইনাল।
চতুর্থ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ধীর গতির করলেও শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮৯ রান। চলতি বিশ্বকাপে এটি এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান দুইজনই ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত।
সংযুক্ত আরব আমিরাতে সন্ধ্যার পর শিশির পড়তে দেখা যায়। যেখানে বোলিং এবং ফিল্ডিং করতে বেশ অসুবিধা হয়। আর এ কারণেই টস জয়ী অধিনায়ককে প্রথমে ফিল্ডিং করারই সিদ্ধান্ত নিতে দেখা গেছে। তবে বাবর আজম প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে অবাক করে দিলেন সবাইকে। ম্যাচ শেষে তিনি জানালেন এটা তাদের পরিকল্পনারই অংশ।
বাবর বলেন, ‘আজকের খেলাটা অন্য রকম ছিল। চেয়েছিলাম ওপেনিং জুটি বেশিক্ষণ উইকেটে থাকুক। সেটাই হয়েছে। আমরা নিজেদের পরীক্ষা করে নিতে চেয়েছিলাম, সেটা পেরেছি। সেমিফাইনালে দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে মোহম্মদ হাফিজ এবং হাসান আলী।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নিজেদের পরীক্ষায় ফেলে দেখে নেওয়ার কথাই বললেন বাবর। জানালেন শিশিরের সমস্যার ব্যাপারটিও। ‘শিশির ছিল। ফিল্ডিংয়ের সময় সমস্যা হয়েছে। তবে সেটা অজুহাত হতে পারে না। আমাদের আরও ভালো ফিল্ডিং করতে হবে। সমস্ত কিছু পরিকল্পনা অনুযায়ী হয়েছে। সেমিফাইনালেও এই খেলা ধরে রাখতে পারব বলেই আশা করছি।’—যোগ করেন বাবর।
৫০ বলে ৭৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলা মোহাম্মদ রিজওয়ান ম্যাচ শেষে জানিয়েছেন শুরুতে তাদের ধীর গতির ব্যাটিংয়ের কারণ। নামিবিয়ার বোলিংয়ের প্রশংসা করেছেন রিজওয়ান।
ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী রিজওয়ান বলেন, ‘নামিবিয়া খুব ভাল বল করেছে। আমরা চেয়েছিলাম শেষ অবধি ব্যাট করতে। সেটা পেরেছি। শেষের দিকে বড় রান করতে পেরেছি আমরা।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন — https://www.rabbitholebd.com/
সারাবাংলা/এসএস
টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান বাবর আজম মোহাম্মদ রিজওয়ান সেমিফাইনালে পাকিস্তান