Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
৪ নভেম্বর ২০২১ ১৫:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ নভেম্বর) অজিদের বিপক্ষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

বিশ্বকাপে নিজেদের খেলা সবকটি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। অন্যদিকে সেমিফাইনালের লড়াইয়ে এখনো টিকে আছে অজিরা। তাই বাংলাদেশের জন্য এটি কেবলই নিয়মরক্ষার ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার জন্য হতে পারে সেমিফাইনালের টিকিটও।

বিদায় আগেই নিশ্চিত হওয়ায় অস্ট্রেলিয়ার সঙ্গে শেষ ম্যাচটি নিতান্তই নিয়মরক্ষা। কিন্তু তবুও সেটাকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। কেননা অজিদের বিপক্ষে জিতলে একে তো মুখ রক্ষা হবে, অন্যদিকে আগামী বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হবে টাইগারদের।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন — https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সুপার টুয়েলভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর