Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজে অনিশ্চিত সাকিব


৫ নভেম্বর ২০২১ ১৮:১৬

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপে বাংলাদেশের সর্বশেষ দুই ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান। দেশসেরা ক্রিকেটারকে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে পাওয়া নিয়েও অনিশ্চয়তা। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই সেরে উঠার কথা সাকিবের।

ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারবেন না তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও। তবে বিশ্বকাপের মাঝামাঝিতে ইনজুরিতে পরা তরুণ উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান খেলতে পারবেন দুই সিরিজই।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ নভেম্বর) সাংবাদিকদের এমন কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘সাকিবের অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে সুস্থ হয়ে মাঠে ফিরতে। টেস্ট সিরিজে তিনি খেলতে পারেন। ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাইফ উদ্দিনকে। নুরুল হাসান সোহানকে পাওয়া নিয়ে কোনো শঙ্কা নেই।’

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের পরপরই তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশ সফর করার কথা পাকিস্তান ক্রিকেট দলের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ১৯, ২০ ও ২২ নভেম্বর।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ৪ ডিসেম্বর।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর