নাজিবুল্লাহ ঝড় থামিয়ে আফগানদের নাগালের মধ্যেই রাখল নিউজিল্যান্ড
৭ নভেম্বর ২০২১ ১৮:০০
জিতলেই বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত, এমন সমীকরণে খেলতে নেমে আফগানিস্তানকে ১২৪ রানেই আটকে রাখল নিউজিল্যান্ড। প্রথমে বোলিং করতে নামা নিউজিল্যান্ড শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়েছে। তবে একপ্রান্ত আগলে রেখে নাজিবুল্লাহ জাদরান খেললেন দুর্দান্ত একটা ইনিংস। আফগানরা একশ বিশের ওপারে যেতে পারল সেই কারণেই।
রোববার (৭ নভেম্বর) আবু ধাবির জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত আফগানিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচটির ওপর নির্ভর করছে গ্রুপ-১ এর সেমিফাইনালের ভাগ্য। নিউজিল্যান্ড জিতলে পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠে যাবে নিউজিল্যান্ড। সেক্ষেত্রে বাদ পরে যাবে ভারত। আবার আফগানিস্তান জিতলে ভারতের সেমিতে যাওয়ার সুযোগ তৈরি হবে।
আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিলেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ আফগানিস্তানের জন্যও। আজ হারলে টি-টোয়েন্টি র্যাংকিংয়ের নয় নম্বরে নেমে যাবে আফগানরা। সে হিসেবে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা হবে না রশিদ খান, মোহাম্মদ নবিদের।
টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আজ কিউই পেসের সামনে ধুঁকেছে আফগানিস্তান। ১৯ রানে তিন উইকেট হারিয়ে বসে দলটি। ব্যাটিংয়ে শেষের সময়টাও হলো হযবরল। তবে মাঝের সময়টাতে দুর্দান্ত একটা ইনিংস খেললেন নাজিবুল্লাহ। তার ইনিংসটির কারণেই মূলত বলার মতো একটা সংগ্রহ পেয়েছে আফগানিস্তান।
পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৮ বল খেলে ৬টি চার ৩টি ছয়ে ৭৩ রান করেছেন নাজিবুল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেছেন গুলবাদিন নাইব। এছাড়া দুই অঙ্কের কোটা পেরুতে পেরেছেন কেবল অধিনায়ক মোহাম্মদ নবি (১৪)।
নিউজিল্যান্ডের হয়ে ৪ ওভারে ১৭ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া টিম সাউদি ২৪ রানে নেন দুটি উইকেট।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/