Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কটল্যান্ডকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল পাকিস্তান


৮ নভেম্বর ২০২১ ০০:৩০

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল আগেই। তবে বাবর আজমের দল গ্রুপ সেরা হয়ে সেমিতে যাবে নাকি দ্বিতীয় হয়ে সেটা নিশ্চিত হওয়ার বাকি ছিল। আজ স্কটল্যান্ডকে উড়িয়ে পাকিস্তান নিশ্চিত করল গ্রুপ-২ এর সেরা দল হিসেবেই সেমিফাইনালে যাচ্ছে তারা। স্কটল্যান্ডকে আজ ৭২ রানে হারিয়েছে পাকিস্তান।

এ নিয়ে বিশ্বকাপের সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতল বাবর আজমের দল। এই গ্রুপ থেকে সেমির টিকিট পাওয়া অপর দল নিউজিল্যান্ড জিতেছে চার ম্যাচ। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে দুটিতে জেতা ভারতের বিদায় ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

গ্রুপ-২ এর সেরা পাকিস্তান সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ-১ এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছেন অজিরা। এদিকে, গ্রুপ-২ এর দ্বিতীয় দল নিউজিল্যান্ড সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

রোববার (৭ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৮৯ রানের জবাব দিতে নেমে স্কটল্যান্ড জয়ের সম্ভবনা কখনোই তৈরি করতে পারেনি। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা স্কটিশদের হয়ে মিডল অর্ডারে বলার মতো একটা ইনিংস খেলতে পেরেছেন কেবল রিচি বেরিংটন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে পেরেছে স্কটল্যান্ড।

রিচি বেরিংটন ৩৭ বলে ৪টি চার ১টি ছয়ে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেছেন জর্জ মানজি। পাকিস্তানের হয়ে ৪ ওভার বোলিং করে মাত্র ১৭ রান খরচায় দুই উইকেট নিয়েছেন শাদাব খান। একটি করে উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলি।

এর আগে আগে ব্যাটিং করতে নামা পাকিস্তানের শুরুটা দেখে কিন্তু মনে হয়নি এতো বড় সংগ্রহ পেতে যাচ্ছে দলটি। পাওয়ার প্লেতে মাত্র ৩৫ রান তোলেন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। দুর্দান্ত ফর্মে থাকা রিজওয়ান দলীয় ৩৫ রানে ফেরার পর প্রথম দশ ওভারে পাকিস্তানের রান ছিল ২ উইকেটে ঠিক ৬০। অর্থাৎ ওভারপ্রতি ৬ রান।

বিজ্ঞাপন

সেখান থেকে পাকিস্তানকে দুইশর কাছাকাছি নিয়ে গেলেন শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজরা। বড় অবদান বলতে হেবে বাবর আজমের। প্রথম দশ ওভার রয়েসয়ে খেললেও পরে দ্রুত রান তুলেছেন পাকিস্তানের তরুণ অধিনায়ক, উইকেটও ধরে রেখেছিলেন। সেই কারণেই শেষ দিকে ঝড় তুলতে পেরেছেন শোয়েব, হাফিজ।

২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। বাবর ১৮তম ওভারে আউট হয়েছেন ৪৭ বলে ৬৫ রান করে। চার মেরেছেন ৫টি, ছক্কা ৩টি। শোয়েব মালিক মাত্র ১৮ বলে ১টি চার ৬টি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া ১৯ বলে ৪টি চার ১টি ছয়ে ৩১ রান করেন মোহাম্মদ হাফিজ। স্কটল্যান্ডের হয়ে ক্রিস গ্রিভস ৪৩ রানে নেন দুটি উইকেট।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর