Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাকসিন নিয়ে স্টেডিয়ামে দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

স্পোর্টস ডেস্ক
৮ নভেম্বর ২০২১ ২৩:২৬ | আপডেট: ৮ নভেম্বর ২০২১ ২৩:২৭

করোনাভাইরাস মহামারির হানার পর থেকে বাংলাদেশ স্থগিত ছিল আন্তর্জাতিক ক্রিকেট। এর ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও মাঠে ফেরেনি দর্শক। এবার অবসান ঘটতে যাচ্ছে সমর্থকদের। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে শর্তসাপেক্ষে মাঠে দর্শক ফেরাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, সরকারের অনুমতি সাপেক্ষে স্টেডিয়ামে দর্শক ফেরানো হবে। স্টেডিয়ামে বসে খেলা দেখতে হলে দর্শকদের ভ্যাকসিনের দুই ডোজই সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

১০ মাস বন্ধ থাকার পর গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাংলাদেশে। তবে খেলা হয় দর্শকবিহীন মাঠে। এরপর মে মাসে শ্রীলঙ্কা সিরিজ, অগাস্টে অস্ট্রেলিয়া সিরিজ ও সেপ্টেম্বরে নিউ জিল্যান্ড সিরিজেও খেলা হয় শূন্য গ্যালারিতে। এছাড়া ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও মাঠে রাখা হয়নি দর্শক। এই সময়টায় কেবল গত বছর নভেম্বর-ডিসেম্বরে বঙ্গবন্ধু বিপিএলে কিছু দর্শক ছিল মাঠে।

বিজ্ঞাপন

এদিকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্যালারি ভরা সমর্থকরা সমর্থন যুগিয়ে চলেছেন নিজ নিজ দলকে। এদিকে ঘরের মাঠের সিরিজগুলো জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে সফলভাবে আয়োজন করতে পারলেও দর্শকদের ফেরায়নি বিসিবি। অবশেষে জানা গেল পাকিস্তান সিরিজ দিয়েই সমর্থকদের অপেক্ষার পালা শেষ হচ্ছে।

তবে এখনই গ্যালারিপূর্ণ দর্শকের দেখা মিলবে না। স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৫০ শতাংশ টিকিট ছাড়বে বিসিবি। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন

তিনি বলেন, ‘গ্যালারির ক্যাপাসিটির ৫০ শতাংশ দেওয়ার আমাদের প্ল্যান আছে। সেটিও সরকারের অনুমতি সাপেক্ষে। সরকারের অনুমতি পাওয়ার ক্ষেত্রেও বিসিবি আশাবাদী। যেহেতু দেশের কোভিড পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তাই আমরা আশাবাদী সরকার আমাদের কন্সিডার করবে।’

‘আর যারা আসবে তারা যেন ডাবল ভ্যাক্সিনেটেড হয়ে আসে, আর তাদের ক্ষেত্রেই আমরা কেবল এন্ট্রি কন্সিডার করব।’—যোগ করেন বিসিবি সিইও।

সবশেষ গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে বসে খেলা দেখেন দেশের দর্শকেরা। কোভিডের কারণে এরপরই বন্ধ হয়ে যায় সবধরনের ক্রিকেট।

নভেম্বরের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলতে ঢাকায় আসবে পাকিস্তান দল। নভেম্বরের ১৯, ২০ ও ২২ নভেম্বরে হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা। এরপর দুই টেস্টের প্রথমটি শুরু হবে হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটি মাঠা গড়াবে ৪ ডিসেম্বর।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচের ভেন্যুই ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে চট্টগ্রামে। ‘সাগরিকা’ খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ঢাকায় ফিরবে। ৪ ডিসেম্বর মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/

সারাবাংলা/এসএস

৫০ শতাংশ দর্শক দর্শক ফিরছে মাঠে নিজামউদ্দিন চৌধুরী সুজন বাংলাদেশ বনাম পাকিস্তান বিসিবি সিইও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর