Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমির লড়াই পাওয়ার প্লেতে— পাকিস্তানি বোলিং বনাম অজি ব্যাটিং


৯ নভেম্বর ২০২১ ২০:২৩

বিশ্বকাপে শিরোপার লড়াই এখন চার দলের। সুপার টুয়েলভের খেলা শেষে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে এর আগে দুদলের ২৩ লড়াইয়ে পাকিস্তান জিতেছে ১২ ম্যাচ, অস্ট্রেলিয়া ৯টি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুদলের পরিসংখ্যান সমানে সমান। বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে পাকিস্তান জিতেছে তিন ম্যাচ, অস্টেলিয়াও তিনটি। পরিসংখ্যান এবং দুদলের দলের বর্তমান অবস্থা বিচারে এবারের লড়াইটাও হাড্ডাহাড্ডি হওয়ারই কথা। আজ লড়াইয়ের ঝাঁঝটা বেশি টের পাওয়ার সম্ভবনা পাওয়ার প্লেতে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচও হারেনি পাকিস্তান। দুই ওপেনারের সঙ্গে দলটির বোলিং আক্রমণ আছে দুর্দান্ত ফর্মে। শুরুতেই উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিচ্ছে পাকিস্তান। ছোট দলগুলোর পাশাপাশি ভারত ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষেও একইভাবে সাফল্য পেয়েছে শাহিন শাহ আফিদি, ইমাদ ওয়াসিম, হারিস রউফরা।

অপর দিকে চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শক্তি শুরুর দিকের ব্যাটিং। অস্ট্রেরিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ ছিলেন চিন্তার বিষয়। ওয়ার্নার অফ ফর্মে ছিলেন অনেকদিন যাবত। বিশ্বকাপেও শুরুর ম্যাচগুলোতে রান পাননি তিনি। কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে ওয়ার্নারই এখন অস্ট্রেলিয়ার বড় শক্তি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৮৯ রানের খুনে এক ইনিংস খেলেছেন ওয়ার্নার। ফিঞ্চও হয়ে উঠেছেন বিধ্বংস। তিনে ব্যাটিং করা মিচেল মার্শও আছেন দারুণ ফর্মে। বিষয়টি এমন দাঁড়িয়েছে যে, টপ অর্ডারের দুর্দান্ত ফর্মের কারণে বিশ্বকপে সেভাবে ব্যাটিংই পাচ্ছে না অস্ট্রেলিয়ার মিডল অর্ডার।

বিজ্ঞাপন

দুই মিলিয়ে মনে করা হচ্ছে প্রথম সেমিফাইনালে লড়াইটা জমবে পাকিস্তানের শুরুর দিকের বোলিং আর অস্ট্রেলিয়ার শুরুর দিকের ব্যাটিংয়ের মধ্যে। সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বললেন, এই লড়াইয়ে জিততে চান তারা।

পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে অজি তারকা বলেন, ‘অনেক দলকেই দেখেছি, শুরুতে উইকেট ধরে রেখে শেষের দিকে রান তুলতে চায়। কিন্তু আমরা ইনিংসের শুরু থেকেই স্বাধীনভাবে খেলে পাওয়ারপ্লের সর্বোচ্চ ব্যবহার করে খেলার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে চাই।’

সেমিফাইনালের আগে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ইমাদ ওয়াসিম বা হারিস রউফদের একটা বার্তাও দিতে চাইলেন ম্যাক্সি। বলেছেন, ‘আমাদের টপ অর্ডার অনেক শক্তিশালী। এই টপ অর্ডারকে সাহায্য করার জন্য আমাদের (মিডল অর্ডার ব্যাটসম্যান) স্বাধীনভাবে ব্যাটিং করতে হবে। আবার আমাদের দলে একজন অতিরিক্ত ব্যাটসম্যানও আছে। ফলে আমার মনে হয়, আমাদের ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভালো। সুপার টুয়েলভে আমাদের পাঁচ, ছয় ও সাত নম্বর ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারেনি বললেই চলে। এ থেকেই বোঝা যায়, আমাদের টপ অর্ডার কতটা ভালো খেলছে।’

সুপার টুয়েলভে পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে পাকিস্তান। অস্ট্রেলিয়া শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে হারলেও পরের চার ম্যাচ জিতেছে দাপুটে।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর