Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কানাডার ১৪ হকি খেলোয়াড় নিহত


৭ এপ্রিল ২০১৮ ১৬:০৬ | আপডেট: ৭ এপ্রিল ২০১৮ ১৬:২৪

।। সারাবাংলা ডেস্ক ।।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কানাডার জুনিয়র আইস হকি দলের ১৪ খেলোয়াড় নিহত হয়েছেন। একটি লরির সঙ্গে হকি দলটির টিম বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দলটির তালিকায় দেখা যায়, বাসে থাকা খেলোয়াড়দের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে।

সাসকাচেয়ান হামবল্টের আইস হকি দল ‘হামবল্ট ব্রঙ্কোস’ শহরের উত্তর প্রদেশের ৩৫ নম্বর হাইওয়ে দিয়ে যাচ্ছিল। জুনিয়র হকি লিগে নিপাউইন হকসের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলতে সাসকাচেয়ান যাচ্ছিল হামবল্ট ব্রঙ্কোস।

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছে কানাডার পুলিশ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে, বাসে ছিলেন মোট ২৮ জন। তাদের মধ্যে ১৪ জনই নিহত হয়েছেন এই দুর্ঘটনায়। এর মধ্যে রয়েছেন বাসের ড্রাইভারও।

আহত বাকি ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

এমন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এক বার্তায় লিখেছেন, ‘আমি ভাবতে পারছি না, তাদের (দুর্ঘটনার শিকার খেলোয়াড়দের) বাবা-মা কেমন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের সবার প্রতি সমবেদনা জানাচ্ছি।’

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর