শনিবার ঢাকা পৌঁছবে পাকিস্তান ক্রিকেট দল
১২ নভেম্বর ২০২১ ২১:০৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়ায় আগেভাগেই বাংলাদেশ আসছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকার শনিবার (১৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে পাকিস্তান দলকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮২ ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছার কথা।
শুক্রবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের উদ্দেশ্যে আজ রাত ১টা ৪৫ মিনিটে দুবাই ছাড়বে পাকিস্তান দল।
চলতি সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১৯, ২০ ও ২২ নভেম্বর।
দুই টেস্টের প্রথমটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আগামী ১৪ নভেম্বর। সে হিসেবে পাকিস্তান ফাইনালে উঠলে ১৩ নভেম্বর বাংলাদেশের বিমান ধরা সম্ভব হতো না। কিন্তু গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় বাবর আজমের দল। ফলে আগেভাগেই বাংলাদেশে আসছে দলটি।
বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, আসিফ আলী, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/