Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার খালি হাতে ফিরতে চায় না অস্ট্রেলিয়া


১৩ নভেম্বর ২০২১ ২৩:১৬

সাফল্যের বিচারে বলতে হবে অস্ট্রেলিয়া ক্রিকেটের সবচেয়ে সফল দল। পাঁচটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছে দলটি, অথচ অন্য কোনও দলই দুটির বেশি ওয়ানডে বিশ্বকাপ জিততে পারেনি। লম্বা সময় ধরে ক্রিকেটবিশ্ব শাসন করেছেন অজিরা। তবে অজিতে একটা অপূর্ণতা এখনো ঘোচেনি। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ টি-টোয়েন্টি ফরম্যাটে এখনো বিশ্বকাপ জিততে পারেনি অস্ট্রেলিয়া।

২০১০ সালের বিশ্বকাপে শিরোপার একদম কাছাকাছি গিয়েছিল অজিরা। কিন্তু ফাইনালে গিয়ে হারতে হয় চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। করোনাভাইরাসকে পাশ কাটিয়ে বিশ্ব যখন একটু একটু করে স্বাভাবিকতায় ফিরছে অস্ট্রেলিয়া তখন আরেকটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ বললেন, ১১ বছর আগের মতো এবার খালি হাতে ফিরতে চান না তারা।

এবারের বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে খুব বেশি ফেভারিট মনে না হলেও সময় গড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যাপট পাল্টেছে। অনেকদিন অফ ফর্মে থাকা ডেভিড ওয়ার্নার স্বরুপে ফিরতেই যেন পাল্টে গেল দৃশ্যাপট! টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত খেলতে থাকা পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

আরেকবার শিরোপার কাছাকাছি পৌঁছে অজিরা মরিয়া থাকবেন কিনা, এমন প্রশ্নে অ্যারন ফিঞ্চ বলেন, ‘অবশই, এই ফরম্যাটে আমরা অতীতে ব্যর্থ হয়েছি। এখন বিষয় হলো আমরা ফাইনালে উঠেছি এবং এটা আমাদের সর্বোচ্চ সুযোগ বাস্তাবায়নের জন্য। ছেলেদের সবাই আত্মবিশ্বাসের তুঙ্গে আছে এবং আগামীকালের (ফাইনাল) জন্য অপেক্ষা করতে পারছি না।’

ফাইনালের অপর দল নিউজিল্যান্ডও আছে দুর্দান্ত ফর্মে। ভারত, ইংল্যান্ডের মতো দলকে বিদায় করে ফাইনালে পৌঁছেছেন কিউইরা। ফিঞ্চ মনে করছেন ফাইনাল হাড্ডাহাড্ডিই হবে, ‘আমি মনে করি নিউজিল্যান্ডের বিপক্ষে খুবই দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। তারা খুবই দুর্দান্ত দল, গত ছয় বছর ধরে তারা সবগুলো ফাইনালেই আছে। আমরা এখন সামনের দিকে তাকাচ্ছি।’

আগামীকাল ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র‍্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন https://www.rabbitholebd.com/

অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টি বিশ্বকাপ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর