২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপ এরপর ২০১৯ সালে আবারও ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ড আইসিসির দুটি মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেও খালি হাতে শেষ করতে হয়েছে। এর মধ্যে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল কিউইদের। এবার কিউইদের সামনে সুযোগ প্রতিশোধ নেওয়ার। সুযোগ প্রথমবারের মতো বিশ্বকাপ ঘরে নেওয়ার। আর এই সুযোগ হাতছাড়া করতে চাননা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারতে বসা ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন ড্র্যায়িল মিচেল। তাই তো তার দিকে নজর ফাইনালেও। আবারও কি পারবেন তেমন একটা ইনিংস খেলে বিশ্বকাপ ঘরে তুলতে?
ওশেনিয়া মহাদেশে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই অস্ট্রেলিয়ার কাছে হেরে হাতছাড়া হয়েছিল নিউজিল্যান্ডের। এর ঠিক চার বছর পর ইংল্যান্ডে বসা ওয়ানডে বিশ্বকাপের শিরোপাও হাতছাড়া হয়েছিল ইংলিশদের কাছে হেরে। ছয় বছর পর আবারও আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি দুই দল। এবার অবশ্য ফরম্যাটটাই ভিন্ন। এবার লড়াই টি-টোয়েন্টির।
আগের দুটিতে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়লেও এবার সুযোগ আছে বিশ্বকাপটা উঁচিয়ে ধরার। আজ তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ক্রিকেটের যেকোনো বৈশ্বিক আসরের প্রথম শিরোপা হাতে তোলার সুযোগ পাবে নিউজিল্যান্ড। আগের দুবার সুযোগ হাতছাড়া করলেও এবার আর ব্যর্থ হয়ে ফিরতে চান না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
সংবাদ সম্মেলনে উইলিয়ামসন জানালেন সে কথাই। তিনি বলেন, ‘ক্লান্তিকর সূচি। সাত দিনে চারটা ম্যাচ খেলতে হয়েছে। সেমির পর ছুটির দিন কাটিয়েছি। প্রস্তুতি খুব ভালো। এখন ভিন্ন প্রতিপক্ষ ও ভিন্ন ভেন্যুর সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। সেমিফাইনাল জেতার পর সবাই খুব রোমাঞ্চিত। এখন ফাইনালের অপেক্ষা।’
আগের তিনবার ব্যর্থ হয়েছিলেন খুব কাছে গিয়ে। যার মধ্যে উইলিয়ামসন নেতৃত্বে ছিলেন দুইবার। তবে এবার আর সেই হতাশা নিয়ে দেশে ফিরতে চান না তিনি। এবার শিরোপা উঁচিয়ে ধরতে মরিয়া এই কিউই তারকা। আর প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জয় যে অন্য রকম এক আনন্দ এনে দেবে সেটা বেশ ভালো করেই উপলব্ধি করছেন উইলিয়ামসন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা দারুণ একটা অর্জন হবে। কিন্তু এটা একটা ক্রিকেট ম্যাচই। আমরা সেভাবে ম্যাচটিতে মনোযোগ দিচ্ছি। আমরা মাঠে গিয়ে নিজেদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই।’
বিশ্বকাপে কিউইদের শুরুটা পাকিস্তানের কাছে হেরে হলেও এরপর ঘুরে দাঁড়ায় তারা। সুপার টুয়েলভের পরের ম্যাচে ভারত, স্কটল্যান্ড, নামিবিয়া এবং আফগানিস্তাকে হারিয়ে নিশ্চিত করে সেমিফাইনাল। এরপর সেমিফাইনালে হট ফেভারিট ইংল্যান্ডকে রোমাঞ্চকর লড়াইয়ে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট কাটে তারা। নিজেদের আগের ম্যাচগুলোতে করা ভুলগুলো শুধরে নিয়ে ফাইনালে ঘুরে দাঁড়াতে চায় নিউজিল্যান্ড।
উইলিয়ামসন এ ব্যাপারে বলেন, ‘ঐক্যবদ্ধভাবে খেলতে চাই। দলের সবাই একে অপরের জন্য খেলবে। দুটি সেমিফাইনালই রোমাঞ্চকর ছিল। এমন মুহূর্ত আমরা কাজে দেখেছি, যা ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। এ ছাড়া বেশ কিছু দারুণ মুহূর্তও দেখেছি। সব মিলিয়ে টুর্নামেন্ট বেশ রোমাঞ্চকর ও প্রতিযোগিতামূলক ছিল। এখন আমাদের কাজ সেখান থেকে শিক্ষা নিয়ে লাগানো, যেটা করে দেখিয়েছি। এখন আগামীকাল আমাদের সামনে আরেকটি সুযোগ আছে।’
ফাইনালের মঞ্চে ডেভন কনওয়ের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না নিউজিল্যান্ড। অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ইনজুরিতে পড়ে ফাইনাল থেকে ছিটকে গেছেন কনওয়ে। কিউই অধিনায়ক ব্যাপারটাকে অদ্ভুত বলে হতাশা প্রকাশ করলেন, ‘ডেভনকে না পাওয়া অবশ্যই আমাদের জন্য বিশাল ধাক্কা। সে সব সংস্করণেই আমাদের নিয়মিত সদস্য। তাকে না পাওয়া হতাশাজনক আর ঘটনাটাও অদ্ভুত।’
ভারতের আয়োজনে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হচ্ছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের বিশ্বকাপের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল জিটিভি। এছাড়াও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম র্যাবিটহোলের ওয়েবসাইটে দেখা যাবে বিশ্বকাপের খেলা। অনলাইনে র্যাবিটহোলে খেলা দেখতে ব্রাউজ করুন— https://www.rabbitholebd.com/