Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালির টিকিট ছিনিয়ে বিশ্বকাপে সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ০৯:৩৭

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের ভেতরে মুষড়ে পড়ে ইতালির ফুটবলাররা। ঠিক তখনই সুইজারল্যান্ডের ফুটবলাররা উজ্জাপনে ব্যস্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিতের পর। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের মেলে ধরতে পারল না দলটি। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে জিতে কাতার বিশ্বকাপে উঠে গেল সুইজারল্যান্ড।

উইন্ডসর পার্কে সোমবার রাতে ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ইতালি। আর বুলগেরিয়ার মাঠে ৪-০ গোলে জিতে বাজিমাত করেছে সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

গ্রুপ সি থেকে ইতালির বিশ্বকাপের টিকিট নিশ্চিতের সম্ভবনা ছিল প্রবল। কদিন আগে পর্যন্তও গ্রুপের শীর্ষেই ছিল তারা। তবে তিন দিন আগে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ দিকে পেনাল্টি পায় তারা। কিন্তু জর্জিনিয়োর ব্যর্থতায় ১-১ ড্রয়ে ঝুলে যায় তাদের বিশ্বকাপ ভাগ্য। সেটিই এবার ছিনিয়ে নিল ইউরো-২০২০ এর কোয়ার্টার-ফাইনালিস্ট সুইজারল্যান্ড।

আট রাউন্ড শেষে পাঁচ জয় ও তিন ড্রয়ে সুইসদের পয়েন্ট ১৮। সমান ম্যাচে ৪টি করে জয় ও ড্রয়ে ইতালির পয়েন্ট ১৬।

ম্যাচের শুরু থেকে বল দখলে রেখে আক্রমণ করতে থাকে ইতালি। তবে কিছুতেই নর্দান আয়ারল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি আজ্জুরিরা। এরপর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় উল্টো পিছিয়ে পড়তে বসেছিল ইতালি। তবে ১০ গজ দূর থেকে জর্জ স্যাভিলের শট দারুণ রিফ্লেক্সে ঠেকিয়ে দলকে সমতায় রাখেন গোলরক্ষক জিয়ানুলুইগি ডনারুম্মা।

অন্যদিকে বুলগেরিয়ার বিপক্ষে ৪৮তম মিনিটে নোয়া ওকাফোরের গোলে লিড নেয় সুইজারল্যান্ড। খানিক পর সেখানে রুবেন ভার্গাসের গোলে ব্যবধান দ্বিগুণ করে সুইজারল্যান্ড।

বিজ্ঞাপন

সুইসদের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে থাকে আজ্জুরি শিবিরে। সরাসরি বিশ্বকাপে যেতে হলে গোল করতেই হবে তাদের। কিন্তু ৬৪তম মিনিটে আরেকটি সুযোগ নষ্ট হয় তাদের। পেনাল্টি স্পটের কাছ থেকে ফেদেরিকো চিয়েসার দূরের পোস্টে নেওয়া শট চলে যায় বাইরে।

ইতালি যেদিকে সুযোগ নষ্ট করেই চলেছে ঠিক সে সময়েই সুইসরা লিড নেয় ৩-০ ব্যবধানে। তাদের তৃতীয় গোলটি করেন সেদ্রিক। এ অবস্থায় ইতালির কেবল জিতলেই হতো না। ব্যবধান রাখতে হতো অন্তত দুই গোলের। কিছুই পারল না তারা।

শেষ পর্যন্ত সুইজারল্যান্ড ৪-০ ব্যবধানের জয় নিয়ে কাতার বিশ্বকাপের টিকিট কাটে। অন্যদিকে ইতালি নর্দান আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করে বিশ্বকাপের টিকিটের জন্য প্লে অফ রাউন্ডের অপেক্ষায় পড়ে।

ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ১০ গ্রুপের শীর্ষ ১০ দল সরাসরি পাবে কাতার বিশ্বকাপের টিকেট। ১০ গ্রুপের রানারআপ ও নেশন্স লিগের সেরা দুই গ্রুপ জয়ী মিলে ১২ দলের প্লে-অফে ইউরোপ থেকে আরও তিনটি দল সুযোগ পাবে বিশ্বকাপে খেলার।

সারাবাংলা/এসএস

বিশ্বকাপ বাছাইপর্ব সুইজারল্যান্ড বনাম ইতালি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর