টেস্টের প্রস্তুতির জন্য টি-টোয়েন্টিতে নেই উইলিয়ামসন
১৬ নভেম্বর ২০২১ ১২:৫৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের মাত্র তিন দিন পরেই ভারতের বিপক্ষে খেলতে নামছে নিউজিল্যান্ড। যেখানে বিশ্বকাপে হারের ক্ষতই শুকায়নি, সেখানে আবারও মাঠে নামতে হচ্ছে কিউইদের। কিউইরা মাঠে নামলেও দলের অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতের বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তবে টেস্ট সিরিজে আবারও কিউইদের নেতৃত্ব দেবেন তিনি।
ইতোমধ্যেই ভারতে পৌঁছে গেছে নিউজিল্যান্ড। আর সেখানেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন জানালেন টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না তিনি। টি-টোয়েন্টি সিরিজ না খেললেও ভারত সফরের টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন উইলিয়ামসন।
মূলত টেস্টের জন্য নিজেকে প্রস্তুত করতেই টি-টোয়েন্টি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে এ দায়িত্ব পালন করবেন পেসার টিম সাউদি।
সোমবার সন্ধ্যায়ই দলের সঙ্গে প্রথম টি-টোয়েন্টির ভেন্যু শহর জয়পুরে পৌঁছেছেন উইলিয়ামসন। তবে তিনি খেলবেন না, থাকবেন বিশ্রামে। আগামী ১৭, ১৯ ও ২১ নভেম্বর হবে তিন টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৫ তারিখ থেকে শুরু হবে টেস্ট সিরিজের খেলা।
সারাবাংলা/এসএস
কেন উইলিয়ামসন টি-টোয়েন্টি সিরিজ টেস্ট সিরিজ ভারত বনাম নিউজিল্যান্ড