Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজের স্কোয়াডে ৪ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২১ ১৭:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর গুঞ্জন উঠেছিল পাকিস্তানের বিপক্ষের সিরিজে বড়সড় পরিবর্তন আসবে বাংলাদেশ দলে। মঙ্গলবার (১৬ নভেম্বর) তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দেখা মিলেছে চার নতুন মুখের। আর দল থেকে বাদ পড়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা।

গুঞ্জন উঠেছিল আগেই পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টিতে দলে থাকবেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম, লিটন দাস এবং সৌম্য সরকার। আর ইনজুরির কারণে দলে থাকবেন না সাকিব আল হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। দল ঘোষণার পর সেই কথায় মিলেছে।

বিজ্ঞাপন

আর দলে চমক হিসেবে ডাক পেয়েছেন চার ক্রিকেটার। এই চারজন এবারই প্রথম টি-টোয়েন্টি দলে ডাক পেলেন। তারা হলেন ওপেনার সাইফ হাসান, হার্ডহিটার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার আকবর আলী এবং শরিফুল ইসলাম।

সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম। ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন এবারই প্রথম ডাক পেয়েছেন।

এদিকে অনেকদিন পর টি-টোয়েন্টিতে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিনের অপেক্ষার পর দলে ডাক পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

১৯ নভেম্বর শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৬ নভেম্বর শুরু হবে দুই দলের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি। ইতোমধ্যেই শক্তিশালী দল ঘোষণা করেছে পাকিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী রাব্বি, আকবর আলী (উইকেটরক্ষক) শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং আমিনুল ইসলাম বিপ্লব

সারাবাংলা/এসএস

টপ নিউজ টি-টোয়েন্টি টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ বনাম পাকিস্তান স্কোয়াড ঘোষণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর