Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান আর্চারিতে বাংলাদেশের জোড়া পদক

স্পোর্টস ডেস্ক
১৭ নভেম্বর ২০২১ ১৪:২০

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে নিজেদের ইতিহাসে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ। আর এই পদক এসেছে নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়ার হাত ধরে। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জেতেন তারা। আর এরপরেই একই পদক এসেছে রিকার্ভ পুরুষ দলগত বিভাগের হাত ধরেও।

মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছিল একটি পদক। তবে এর মধ্যেই দুটি দলীয় পদক জিতে নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ নভেম্বর) আর্মি স্টেডিয়ামে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে ৫-৩ ব্যবধানে জয় লাভ করেন দিয়া, নাসরিন ও বিউটি। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিলেন তারা।

এরপর রিকার্ভ পুরুষ দলগত বিভাগে কাজাখস্থানকে হারিয়ে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ। রোমান সানা ও রামকৃষ্ণ সাহা ও রুবেলে গড়া দল জিতেছে ৬-২ সেট পয়েন্টে।

রিকার্ভ মিশ্র দ্বৈতের ফাইনালে আগামী ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার জুটির মুখোমুখি হওয়ার আগে দলগত বিভাগের এই সাফল্য দিয়া ও রুবেলের আত্মবিশ্বাস বাড়াবে স্বাভাবিকভাবেই।

সারাবাংলা/এসএস

এশিয়ান আর্চারি জোড়া পদক